আমাদের সবার মাঝেই অনেক বড় মাপের কিছু ক্রিকেট বোদ্ধারা বসবাস করেন। তাদের আপনি শুধুমাত্র খুঁজে পাবেন বাংলাদেশের খেলার সময় এবং তারা নিরলসভাবে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে হাজারবারেরও বেশিবার হারিয়ে দিবে।
তারপরেও এই দলটা কীভাবে কীভাবে জানি এই বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী উপেক্ষা করে সেই অতীত হতে মাঝে মাঝে ম্যাচ জেতা থেকে শুরু করে এখন প্রায়শই ম্যাচ জিততে পারার অবস্থানে চলে এসেছে।
>
এই বোদ্ধাদের গুণের কোনো শেষ নেই। একটি ম্যাচে তাদের কিছু ভূমিকার কথা তুলে ধরা যাক-
ধরা যাক এখনো টস হয়নি, কিন্তু তার আগেই এই বোদ্ধাদের ভাষ্য হবে এমন...
" বাংলাদেশ কি করতে যে ক্রিকেট খেলতে আসে, আজকে তো জেতা কোনো মতেই সম্ভব না। আমি লেইখা দিতে পারি আজকে বাংলাদেশ গু হারা হারবে... ব্লা ব্লা ব্লা ... "
যদি বাংলাদেশ টসে জিতে বোলিং নেয়... তখন তারা বলবে...
"টসে জিতে কেউ বোলিং নেয়...?? আজকে ৪০০ রান খাবে.....শিওর... কোনমতেই এই ম্যাচে কিছু করতে পারবে না... "
যদি বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেয়... তখন তারাই বলবে...
"এই পিচে কেউ ব্যাটিং নেয় টসে জিতে..?? এটা তো বোলিং পিচ...আজকে ওরা ১০০ রানের ভিতর অলআউট হবে শিওর... ওরা ব্যাটিং পারে ??"
আর কোনোমতে যদি একটা উইকেট তাড়াতাড়ি পড়ে যায়... তাহলে তো কথাই নাই... তখন তারা বাংলাদেশ কে ৫০ রানের মধ্যেই প্যাকেট করে দেয় এবং ৫০ রানে অলআউট না হলে তারা নিজের নাম পর্যন্ত বদলিয়ে সুন্দর কিছু নাম রাখার প্রতিশ্রুতিবদ্ধ হয়।
>
তারপরও যদি ভুলক্রমে (!!) এই দলটি ম্যাচ জিতে যায় তখন তারা হঠাত করেই অমাবস্যার চাঁদ হয়ে যায়... নাম বদলিয়ে সুন্দর নাম রাখার কথাও তারা বেমালুম ভুলে যায়... এই বোদ্ধাদের আমতা আমতা করা মুখখানি তখন দেখলে নিতান্ত আম বাংলাদেশী সাপোর্টারদের অনেক কস্ট হয় বইকি... :3
>
সেই সকল বোদ্ধাদের জন্য বলা...
আপনাদের এই প্রয়াস আপনারা চালিয়ে যান... আপনাদের জন্য ক্রিকেট না বোদ্ধা সকলের পক্ষ থেকে রইলো লাল সালাম... :3
আপনারা আছেন বলেই আমার মতো আরো কিছু পাগলা বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা পাগলের মতো এই টিমটাকে সাপোর্ট করে যায়...
যেখানে এক ঊইকেট পড়লে আপনারা ম্যাচ শেষ ঘোষণা করে দেন ... সেখানে এই পাগলরা ৯ উইকেট পরে গেলেও আশা রাখে বাংলাদেশ শেষ ওভার পর্যন্ত খেলে যাবে...
যেখানে আপনারা ৫০ বলে ৬০ রান দরকার থাকলে সেই চাপ নিতে পারেন না... সেখানে এই পাগলরা ৫০ বলে ১২০ রান লাগলেও আশায় বুক বেঁধে বসে থাকে...
শেষ এক বলে যদি ৩০ রানও দরকার হয় তখনো এই পাগলরা বিশ্বাস করে কোনো এক দৈববলে বাংলাদেশ এই রানও করে ফেলবে।
>
প্রতি ম্যাচে জিতার আশা আমরা করি না... বাংলাদেশ ভালো খেললেই আমরা চিৎকার করে গলা ফাটাতে পারি...
বাংলাদেশের অল্পের জন্য হেরে যাওয়ার সময় আমরা টিভি সেটের সামনে থেকে চলে যাই না...
অজান্তেই হয়তো আমাদের চোখের কোণে জলের রেখা খেলা করে... কারণ এই টিমটাকে অনেক ভালোবাসি আমরা... ভালোবাসি দেশটাকে...
যেমনই খেলুক যেভাবেই খেলুক...দিনশেষে দেশটা আমার...দলটাও আমার...আমরা নিজেরাও হয়তো জানি না আমাদের কতটা আবেগজুড়ে রয়েছে এই ক্রিকেট দলটা...
জিতলে গলা ফাটাই...হারলে আবেগে ভেঙ্গে পড়ি... বাজে খেললে গালাগাল ও দেই... কিন্তু আমরা ওদের নিয়েই আশায় বুক বাঁধি...
অন্তত আপনাদের মতো ওদেরকে প্রথমেই পরাজয়ের আসনে বসিয়ে দেই না... -_-
>
যদি মন থেকে দলটাকে সাপোর্ট নাই করতে পারেন... দয়া করে আপনার মতো আরেকজন বোদ্ধার সাথে গিয়ে আপনার বোদ্ধাগিরি দেখান... -_-
কারণ আপনার মতো বোদ্ধার থেকে আপনার পাশে আমার মতো ক্রিকেট পাগলরাই বেশি আছে...
আর এই দলটা নিয়ে অযৌক্তিক কিছু এরা সহজে মানতে পারে না... এতে তাদের পাগলামি বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে...আর পাগলামিটাও যদি এদের আবার বেড়ে যাও তাহলেও সমস্যা আছে...সেটা আপনারা বুঝবেন না... :3
সো...পাগল হতে সাবধান... বাংলাদেশী ক্রিকেট পাগল।
#BD_Tigers
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩