এই বিশ্বমন্দার দিনে যখন সবাই ব্যবসা গুঁটিয়ে নিচ্ছে,
সবগুলো কোম্পানী যখন কর্মী ছাটাইয়ে ব্যস্ত ;
শেয়ার মার্কেটের সূচক যখন ক্রমাগত নিম্নগামী,
রাজনীতি আর প্রতারণা যেখানে সবচেয়ে সফল ব্যবসা;
ফ্রি আর ডিসকাউন্টের ছড়াছড়িতে ও যখন ক্রেতার অভাব,
মনুষ্যত্বহীন মানুষ যখন তার নবজাতক-কে ডাস্টবিনে ফেলে যায়;
প্রেমিকা-কে ছাব্বিশ টুকরা করে বাথরুমের কমোডে ফ্ল্যাশ করে দেয়,
স্কুল-ড্রেস পরিহিত ছেলেটি যখন রিকশার হুড তুলে মেয়েটির গায়ে হাত দেয়;
আমি তখন আমার স্বপ্নগুলো তোমাকে দিয়ে দিতে চাই,
তোমার স্বপ্নের বিনিময়ে।
আমার পকেট ফাকাঁ হতে পারে-
কিন্তু স্বপ্ন যে ভুরি-ভুরি দো-চোখ ভরা।
লস হবে না তোমার- এটুকু নিশ্চিত;
স্বপ্ন-চোর যে আমি এক !