দেশ নিয়ে মা-বাবার সাথে আমার মতবিনিময় সভা মা বললেন, ''দেশ নিয়ে তোমাদের অতিরিক্ত চিন্তা না করলেই ভাল দেশ এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে গ্রামে-গঞ্জে এখন আগের মতো অভাবগ্রস্ত লোক নেই মানুষজন কাজ করছে, ব্যবসা-বাণিজ্য করছে, বিদেশে যাচ্ছে আজকাল দেশের মানুষ শিক্ষাকে গুরুত্ব দিতে শিখেছে সব মা-বাবাই ছেলেমেয়েদের লেখাপড়ার চিন্তা করে সবকিছুর আগে যে দলই শাসক করুক না কেন, কয়েক বছরের মধে্য দেশের চেহারা পাল্টে যাবে''
বাবা বললেন, ''দেশের প্রধান দুই রাজনৈতিক দল বলো, শাহবাগ বলো, হেফাজত বলো, কোথাও কি কাউকে বলতে শুনেছো যে, মানুষের চাকুরি নাই, খাবার নাই, বাসস্থান নাই.... এসব নিয়ে কেউ মাথাও ঘামায় না সামাজিক অথের্ দেশে কোন বেকার লোক নেই কাউকে জিজ্ঞেস করলে উত্তর দেয়- আওয়ামী লীগ করি, নইলে বলবে বিএনপি করি, অথবা কোন দলের অঙ্গসংগঠনের কোন পদ নিয়ে আছে এটাই তার চাকুরি নেতারা তাদের পয়সা দেয়, মটর সাইকেল দেয় আর কি লাগে?''
সারাংশ ঃ নো টেনশন নাকে তেল দিয়ে ঘুমান