১। যে দুধ বিক্রি করে সে মানুষের
দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি
করে মানুষ তার দুয়ারে ঘোরে।
২। দুধওয়ালা দুধে জল মিশালে গালি
খায়, আর মদওয়ালা নিজে মদে জল
মিশিয়ে খায়।
৩। মসজিদ আর মন্দিরের ইট একই
ইটভাটায় তৈরি হয়। এরা পরষ্পরের
দিকে ইট ছুঁড়ে না। ইট ছুঁড়ে স্বর্গ আর
জান্নাত প্রত্যাশী মানুষ।
৪। কোরআন, বাইবেল, গীতা,
ত্রিপিটক লাইব্রেরীতে
পাশাপাশি সহাবস্থানে থাকে।
বিভেদ করেনা। কিন্তু মানুষ এগুলো
নিয়ে ভেদ করে- একদল আরেক দলের
গ্রন্থ জ্বালায়, বিশ্বাসকে পোড়ায়।
৫। মানুষকে বাঘ, সিংহের সাথে
তুলনা করলে খুশী হয়। তবে জানোয়ার বললে
রাগ হয়। বাঘ, সিংহ তবে কি?
৬। ভোরে ওঠা খুবই ভালো সেটা
মানুষ করতেই চায় না। রাতজাগা খুবই
খারাপ।সেটাই মানুষ করে।
৭। অবৈধ পথের ধনী মানুষ সমাজে
সম্মানীত। বৈধ পথের গরীব মানুষ
সমাজে অসম্মানিত।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৭