সন্ধ্যাবেলা,
সন্ধ্যাখেলা ভেবে নিয়ে যখন হেঁটে এসেছি
এই পুকুরটার কাছ ঘেষে।
টলটলে আঁধার সবেমাত্র ঘিরে ধরেছে,
একাকিত্বকে কানেকানে বলেছিলাম
বিদায়।
বিদায় নির্লজ্জ নিশ্চুপ রাত।
আমার আর্তনাদ শোনার জন্য তখন
কেউ ছিলনা,কেউ ছিলনা জলের ধারে,
সবুজ পাতায় কিংবা ভিজে মাটিতে।
চিঁৎকার করে কেঁদেছি, বলেছি....
আঁধারই যদি দিবে,দেয়ার ইচ্ছে কেন মনে..
মৃত্যুই যদি শেষ,
কি দরকার জীবন প্রহসনে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২২