কেমন করে চেয়েছিলাম তোমায়!
এতগুলো বছর ভেবে ভেবে হয়েছি ক্লান্ত
এই কলেজ রোড, এই রিকশার হুড, এই বিভ্রান্ত আমি
কেমন তোমায় চেয়েছিলাম, তা-ই ভাবি।
শরীরে শরীর? নিঃশ্বব্দ পরিণয়? চোখের ভাষায় অভিমানী প্রিয়,
ভালো থেকো।
আমি এখনো বুঝে উঠিনি
কেমন তোমায় চেয়েছিলাম সেই অপরিণত ।
তবে
আমি চেয়েছিলাম তোমার নিঃশ্বাসের শব্দ হতে
আমি চেয়েছিলাম ঘুমচোখে তোমার হাসির কারণ হতে।
অথচ হইনি
অথচ হতে পারলাম না কেন?
অনেক রাত জেগে জেগে তোমার চলে যাওয়া দেখে
এখন আমি বিভ্রান্ত।
বুঝি তাই-
তোমার ভালোবাসায়
কলমের কালি শুকিয়ে হয়েছে ল্যাপটপের কি-বোর্ড।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৮