মুহিবের একটা বিশ্বাস আছে। কোনও একদিন সে উত্তরাধিকার সূত্রে পাওয়া পোড়া-কপাল নিয়ে বিখ্যাত হয়ে যাবে।
তার ধারণা, অ-দূর ভবিষ্যতে মানুষ কোনও গুণ না থাকলেই আলোচনার খোরাক হবে। ওর আটাশ বছরে ঝাঁপ দেয়া
সন্ধ্যায়, সে নিজেই প্রশ্ন করলো, ''ল'কে চেনেন?'
আমি জানতে চাইলাম, 'লিচুর 'ল'?'
'আপনি ছোটবেলায় 'ল'তে লিচু পড়েছেন। তাই না?'
'হ্যাঁ। আমাদের ক্লাসের পাশেই একটা লিচু গাছ ছিল। তবে, ইংরেজি 'ল'(LAW) হলে জানি না। ওখানে পরিস্থিতি অনুযায়ী
অদল-বদল করার সুযোগ আছে। আর, সুনির্দিষ্ট না হলে কোনও কিছু ঠিক মত জানা যায় না।'
আমার ইংরেজি 'ল' না জানার ব্যাখ্যা শুনে- মুহিব কিছুক্ষণ চুপ করে থাকে।
তারপর এক নাগাড়ে বলল, এই বর্ণটির ইংরেজি অর্থ সবাই জানলেও, বর্তমানে লরা অ্যালিসন ওয়াকারকে জানার সময়।
(LAW) যে তার নামেরই সংক্ষেপিত রুপ! দু'সন্তানের অবিবাহিত এই জননী নামের মতই আইনজীবী।অভিজ্ঞতা দেখেছি,
যে-সব পিতা-মাতা মহৎ চিন্তা করে পুত্র-কন্যার নাম দেন,তাদের সন্তানেরা তত মহৎ হয় না। আশ্চর্যের ব্যাপার, এ ক্ষেত্রে
ল'র আইনজীবী পিতা সফল হয়েছেন। আজকাল, তার মতই কন্যাও পুরোদমে মানুষের বিবাহ-বিচ্ছেদ করিয়ে বেড়াচ্ছে।
এ পৃথিবীতে আইনজীবীরা যতই বিখ্যাত হোক, মিডিয়া তাদের তারকা খ্যাতি দেয় না। কিন্তু, মক্কেলদের বেশীরভাগই
হলিউড তারকা হওয়ার কারণে ল'র ক্ষেত্রে খানিকটা অন্য-রকম ঘটলো।
মুহিব বলল, 'কিছুদিন আগে টেলিগ্রাফ পত্রিকায় ওঁর একটা সাক্ষাৎকার পড়লাম। ল (LAW) না-কি এমন মক্কেলের কেস হাতে নেন, যার ব্যাংক ব্যালেন্স কমপক্ষে ১০ মিলিয়ন ডলার।'
আচ্ছা, কমপক্ষে এতগুলো ডলার নিলে বেশীপক্ষে কত নিতে পারে? এমন একটা প্রশ্ন আমার মাথায় এসে গেলেও তা চেপে রেখে বলি, 'ঠিকই আছে, শান্তি সবার জন্যে না।'
মুহিব আমার কথা শুনে হেসে ফেলল।
আমি আগ্রহ নিয়ে জানতে চাইলাম, 'ল'র (LAW) কাছে সর্বশেষ শান্তির খোঁজ কে করলেন?
সে বলল, 'এঞ্জোলিনা জোলি।'
যদ্দুর মনে পড়ে, পশ্চিমা মিডিয়ার কাছে ব্রেড পিট আর আঞ্জোলিনা জোলির নাম ছিল 'ব্রাঞ্জোলিনা।' প্রথম থেকেই তাদের ওপর যে পরিমাণ কাগজ নষ্ট করা হয়েছে, তাতে করে এতদিনে কাগজের অভিশাপ দেয়ার কথা। সাধারণত, তারকাদের পারিবারিক জীবন
সুখের হয় না। নিপাতনে তা পুরোপুরি অর্ধসিদ্ধ।
'বাদ দাও। এই ল'কে নিয়ে এত চিন্তাভাবনা করার কিছু নেই। তাছাড়া, তুমিও ল'য়ের ভেতর আছো।'
মুহিব চমকে ওঠে জানতে চায়, 'মানে?'
আমি বললাম, 'বাংলা বর্ণমালার আটাশতম ব্যাঞ্জনবর্ণ হল ল। আজ তুমিও আটাশ বছর স্পর্শ করলে। তাই, আজ তোমার ল দিবস।'
নাজমুস সাকিব রহমান
অক্টোবর ৮, ২০১৬