আমার গ্রামের প্রকৃতিকে অনেক মিস করি আমি। গ্রামের সবুজ-শ্যামল নয়নাভিরাম দৃশ্য না দেখলে আমার অস্থির হয়ে পড়ি। গ্রামের অপরূপ সৌন্দর্যে চোখ না ভেজালে আমার মন ভরে না।
শহরে আমার বাস কিন্তু মন পড়ে থাকে গ্রামের মেঠো পথ-প্রান্তরে। গ্রামের মেঠো পথ দিয়ে না হাটলে যেন হারিয়ে যাই বিষন্নতায়।
গ্রামের নানান রুপের ফল্ গুলো যেন আমার দিকে তাকিয়ে আছে।
কত ধরনের দেশি-বিদেশী ফল চোখের সামনে। তবুও আমার মাটির উৎপাদিত ফল না খেলে যেন তৃপ্তি আসেনা এ মনে।
আমার গ্রামের....
আমি সেই পথটিকে মিস করি, যে পথের দুধারে সুপারী আর নারিকেল গাছের সারি। পাশে আছে ঘাস লতাপাতার জবর চাহুনি।
আমি সে স্থানটিকে মিস করি, যেখানের মাটি আমার গায়ে মিশে গেছে।
আমি সেই অমল বায়ুকে মিস করি, যে বায়ু আমার চিত্তে বইয়ে দিত প্রশান্তির ছোঁয়া।
আমি সেই স্বচ্ছ অম্বুকে মিস করি, যা মিটাতো আমার স্নেহের তৃষ্ণা।
আমি সেই আকাশকে মিস করি, যে আকশ ভূলিয়ে দিত সকল দুঃখ আর গ্লানি।
গ্রামের অনেক কিছুকেই মিস করি। শহরে থাকি কিন্তু মন মানেনা। তাই সময় পেলেই ছুটে চলি আমার মায়ামাখা গ্রামখানির উদ্যেশ্যে।
শহরের এই জঞ্জালে আর মন মানেনা।
মন বারে বার ছুটে যেতে মন চায় সবুজ শ্যামল সমুদ্রে। যেখানে আমি শান্তির নীড় খুজে পাই।