শীতকাল নিয়ে আমি হাজারটা রোমান্টিক গল্প লিখতে পারব কিন্তু এই কেন্দ্রিক কষ্টের গল্প হয়ত পারব না।
.
সকালে শিশিরভেজা ঘাসে প্রিয়র সাথে হাঁটা নিয়ে,শ'খানিক উপমা ব্যবহার করে গোটা চারেক পৃষ্ঠা লিখতে পারব।কিন্তু একটু গরমের জন্য কাঠ জোগাড় করে আগুণ জালানোর গল্প কি লিখতে পারব? মনে হয় না।
.
কুয়াশাতে প্রিয়র সাথে একই চাদরের নিচে বসে চা খাওয়ার গল্পও লিখতে পারব কিন্তু শীতের রাতে হতদরিদ্র নিয়ে লিখতে গেলে শুরুই করতে পারব না হয়ত।
.
শীতের ভোরে টংঘরে চা এর সাথে সিগারেট টানার গল্পও নজর এড়াবে না,শুধু এড়িয়ে যাবে শীতের হাড় কাঁপানো ঠাণ্ডায় দিনমজুর চাষীর ধান রোপা।
.
যখন আপনি যানজটে আটকে আছে,দেখবেন গাড়ির কাঁচে কিছু কিছু শিশু ফুল নিয়ে আসে।আপনি কি জানেন,আপনি ওদের থেকে ফুল কিনে ঘ্রাণ নিলে ওদের হয়ত একবেলার খাবার জুটবে।
.
শীত আসছে আসছে করছে,
শীতের জন্য হয়ত আপনার আলাদা বাজেটও থাকবে।সাথে একটু দেখবেন,আপনার পাশে দরিদ্র মানুষগুলো,পথশিশুগুলোও যেন শীতে অল্প বস্ত্র পায়।এটা আমাদের দায়িত্ব।
.
মানবসেবা পরম ধর্ম,মানবতার সেবায় এগিয়ে আসা উচিত আমাদের।ভালবাসা অনেক ছোট ছোট কর্মেই লুকিয়ে থাকে।আপনি হয়ত ভাবছেন,কিছু করার কিন্তু দেখবেন ভাবতে ভাবতে যেন শীত না পার হয়ে যায়।
লেখক:নাঈম আশফাক
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫