ধরে নিলাম সাকিব তথ্য গোপন করেছে তবে সেটা এতদিন পরে কেন? লাস্ট এক বছর আকসু এটা নিয়ে কোন কথাই বলে নাই, হঠাৎ তাহলে এমন থলের বিড়াল তথ্য বের হয়ে আসলো কেন?
কারন কিছুদিন আগে সাকিব বিসিবির বিরুদ্ধে দাঁড়িয়ে ক্রিকেটারদের নিয়ে আন্দোলন করেছিলেন। সাকিব ঢাকা ছেড়ে রংপুরে খেলেন। সাকিব এরোগেন্ট সাকিব কোন মিডিয়াকে পাত্তা দেয় না, সাকিব সরাসরি বলে দেন ম্যাচের আগেই নির্ধারন হয়ে যায় কে জিতবে কে হারবে। সাকিব কাউকে নম নম করে না, সাকিব অহংকারি, সাকিবের শরীর ভর্তি তেল চর্বি।
আমরা অতীতে দেখিছি নাসিরের মতো ফিনিসারকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। আমরা এইটা জানি টিম কিভাবে সিলেক্ট হয়, আমরা জানি টিমে কে খেলবে না খেলবে সেটা কারা নির্ধারন করেন।
কিছু অযোগ্য লোক ক্রিকেটের ভিতর রাজনীতি ঢুকিয়ে পুরো ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছেন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই জঘন্য ব্যাপার। চাটুকারের দল নিজেদের স্বার্থে আমাদের ক্রিকেটের প্রিয় জায়গাটি দিন দিন নিঃশেষ করে দেওয়ার জন্য কুৎসিত খেলায় মেতে উঠেছেন সেটা ক্রিকেট প্রেমীদের কাছে মোটেই কাম্য নয়।
এখন যখন আমাদের ক্রিকেট দিন দিন উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই ক্রিকেটে কালো অপশক্তির ছায়া আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। এই কালো শক্তি সব সময় ছিল থাকবে। সবার উচিত এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখা।
আমরা চাই সাকিবের শাস্তি কমে আসুক, আমরা চাই সাকিব ফিরে আসুক এমন প্লেয়ার আমাদের দরকার আমাদের দলের জন্য ক্রিকেটের জন্য, কয়েক যুগে একবার একটি সাবিক আসে, একজন সাকিব তৈরি করতে যুগের পর যুগ অপেক্ষা করা লাগে।
আজ যদি সাকিবের মতো প্লেয়ার অন্য দেশগুলো পেতো তাহলে এই সম্পদের মূল্যায়ন তারা ঠিকই করত, ক্রিকেটের তাজমহল বানিয়ে রাখতো। আমরা তার কিছুই পারি না, আমরা অপদার্থ, অকৃতজ্ঞ একটা জাতি, জাতি হিসাবে খুবই নিচু মনমানসিকতার পরিচয় দেই, প্রত্যেকটি মুহূর্ত। কেউ উপরে উঠতে চাইলেই তাকে উপর থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে আসি।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৮