তুমি আছো,
হয়তো কোন ঘুমিয়ে যাওয়া পদ্মাবতী বিলের মাঝে।
তুমি আছো,
হয়তো কোন রোদ মাখানো আস্ত একটা বিকেল সাথে।
তুমি আছো,
হয়তো কোন স্বপ্ন মাখানো মেঠো পথের বকুল সাঁঝে।
তুমি আছো,
সন্ধ্যা আঁধারে ক্লান্ত বিভর হাঁসের কাছে।
তুমি আছো
হয়তো কোন বেলি ফুলের চায়ের স্বাদে।
তুমি আছো,
হয়তো তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাওয়া মায়ের কাঁধে।
তুমি আছো,
আকাশের চোখে ক্লান্তি শেষে গোধূলির বাঁকে।
তুমি আছো
হয়তো কোন অদৃশ্য মায়াময় নির্জীব আভার কাছে।
তুমি আছো, তুমি আছো, তুমি আছো।
আমার জরাজীর্ণ স্বপ্ন স্নেহে ইন্দ্রধনুর চোখের মাঝে।
নেয়ামুল – ৪/১১/১৫
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯