নতুন অধ্যায় ।
বন্ধ হয়ে গেছে অনেক আগেই স্বাভাবিক জীবন যাপন।
চলছে না আর আগের মতন কিছুই।
আমি জানি কাক গুলোও একদিন মুখ ফিরিয়ে নিবে।
তাদের মুখ আঁধারে থাকবে তীব্র ঘৃণার ছায়া ।
পরে আছে শুধু অভিনয়টুকু,
এটা ভালো পারি বলে এখনো আমার খোঁজে কিছু কিছু মানুষ...
শ্মশান আঁধারে নিভু প্রদীপ হাতে – মুচকি হাসে ।
আমি তো জানিই এমনইটাই হওয়ার কথা ছিল –
কি অদ্ভুত ......
তবুও আমি আবার আবেগি হই,
তবুও আমার দমবন্ধ নিঃশ্বাসে নতুন মিথ্যার জন্ম।
আমি আর আবেগি হব না ।
আমি সিধান্তে পৌঁছে গিয়েছি...... আমার আর আবেগি হলে চলবে না ।
আমি নিজকে নিজের কাছে হারিয়ে দিতে চাই, চাই নতুন এক অধ্যায়।
১৯-১২-১৪
দুপর – ১২.১৫ মিনিট
নেয়ামুল,
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮