তুমি এমনই থেকো ভালোবাসা।
রাজকুমারী আমি নিজেকে নিয়ন্ত্রন করতে পারি না,
আমি নিজেকে সত্যি নিয়ন্ত্রন করতে পারি না।
যখন তোমার শরীরের সুবাস আমাকে ছুঁয়ে যায়।
অথবা যখন তোমাকে স্পর্শ করব বলে ব্যাকুল হয়ে উঠি।
আমার নক্ষত্রের নিবিড় আকাশে তোমার স্বপ্নময় মুখচ্ছবি।
তোমার জ্যোৎস্নাখচিত শরীরে বয়ে চলে উদাসীন তৃষ্ণা।
রাজকুমারী তুমি জানো তোমার ঈশ্বরীয় হাসিতে -
আমার শুষ্ক উসকো-খুসকো ঝরাপাতা গুলোও সবুজ ভালোবাসা খুঁজে পায়।
তুমি জানো না, কি বিষণ্ণ দমবন্ধ জমাট ইতিহাস নিয়ে জন্ম আমার।
কিন্তু রাজকুমারী তুমি জানো না তোমার হরিণীয়ও চাহনিতে –
এই শীতেও বুকের মাঝখানে জমে থাকা দীর্ঘশ্বাস গুলো বৃষ্টি হয়ে ঝরে যায়।
তুমি এমনই থেকো ভালোবাসা । তোমার মতন করে স্বপ্নবেষ্টিত স্নিগ্ধ ফুলদানীতে।
নেয়ামুল- ১৯-০১-১৫
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬