নীল প্রতিমা।
প্রিয়তমা সবকিছু পিছনে ফেলে তোমায় দিয়েছি ভালোবাসা নামক এক শ্রেষ্ঠ আশ্বাস।
জানি! অথবা মেনে নিয়েছো নানা কোলাহলের মাঝেও আমার এই বিশ্বাস।
তাই তো তোমার অন্তরে বুনেছি জীবনের নতুন বীজের এক ছোট নিঃশ্বাস।
সব কিছুর আড়ালে তুমি যে আমার হারিয়ে যাওয়া পথভুলা দীর্ঘশ্বাস।
প্রিয়তমা যতটুকু দেখেছি জেনেছি, তুমি তো আমার প্রানের শেষ প্রশ্বাস।
টিকটিক করে বাজা ভালোবাসার রুপকথার তুমি আমার এক নতুন ইতিহাস।
তুমি জানো না দুরন্ত ব্যাথার সব সৃতি নিয়ে আমার কেটেছে কতটা মাস।
ক্লান্ত আমি ছুটেছি নতুন পথের কাঁটা তারের শীতল কষ্টে ।
জানি না কতটা পথ গেলে পাব তোমার মধ্যরাতের স্পর্শ ।
ঠিক জানি না কত শতাব্দী পারি দিলে শরীরের আবরন ভেদ করে ঢুকে যাব গর্ভ গহীনে।
প্রবেশের উপযুক্ত পথের সন্ধান আমি চাই, কত আর না চেয়ে ক্লান্তি মাখা ব্যর্থতা নিয়ে ঘুরে বেড়াবো।
প্রিয়তমা আর কত আমি ক্ষতবিক্ষত রুগ্ন বিষণ্ণ গ্লানি মেনে নিয়ে ভালোবেসে যাব ?
আগুনে দগ্ধ বাড়ি ঘরও একদিন নতুন ঠিকানা পায়। প্লাবনে ক্ষতবিক্ষত পলিমাটিতেও একদিন শস্য ফলে।
প্রিয়তমা জানো আমার রাত ভেঙ্গে যায়, আমার সোনালি সকাল ভেঙ্গে যায়, আমার স্বপ্ন ভেঙ্গে যায় । ভাঙ্গনের খেলায় আমি বার বার হেরে যাই ।
আড়ষ্ট পাথরের মত নিদ্রাহীন স্নেহহীন, স্বপ্নহীন আমি এক দ্বিধাহীন অমীমাংসিত পথিক ।
জানো তবুও আমি তোমার স্বপ্নমুগ্ধ স্বপ্নের অনুতপ্ত বিশ্বাসী পরাধীন পথিক।
অনেক পথ হেটে এসেছি আমি। আজ আমি বড্ড ক্লান্ত । আমার একটা সোনালী সকাল দরকার,
আমার সোনালী আকাশ চাই – আমি সব কিছু খুঁজে নিতে চাই তোমার বুকের ঠিক মাঝ খানটায় । যেভাবে আগলে রাখে একটি হলুদ খামে ভালোবাসার নীল সুবাসিত চিঠি । আমি একটি ঠিকানা চাই , যার নাম দিব নীল প্রতিম।
নেয়ামুল ৯-১-১৫ ...
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩