পথের ঠিকানা -
এতো সহজেই সব কিছু বাদ দাও কিভাবে বল?
চাইলেই তোমরা পারো নিষ্কুল সব বাদ দিয়ে দিতে –
বল সব বাদ দিলে আমার কবিতার কি হবে?
সব বাদ দিলে আমার মধ্য রাতের নিসঙ্গ জীবনের কি হবে।
তুমি বল, - সব কিছু বাদ দিলে আমার পূর্ণিমা রাতে বেহেলার কি হবে?
তোমাকে হারানোর কষ্টে সেতো আরও করুন হয়ে সুর তুলবে ।
সব বাদ দিলে আমার রাতের আকাশে কে রঙ মাখাবে?
প্রিয়তমা সব কিছু কেন আজ এই সন্ধিক্ষণে বাদ দিতে চাইছ ?
যেখানে সব ঠিক ঠাক ভেবেই এই পথে হেটে চলেছি ।
তুমি সব কিছু বাদ দিলে আমি কার কাছ থেকে স্বপ্ন নিয়ে –
আমার ক্যানভাসের রঙ তুলিতে সমূদের ছবি আঁকাব?
আমার জ্যোৎস্নারা কার সাথে গাইবে গান ?
তুমি বল সব বাদ দিলে আমি কোথায় যাব এই মৃণ্ময় লোকারণ্যে?
তুমি জানো না –আমি সব ছেড়ে আজ তোমার কাছে ।
এতো সহজেই সব বাদ দিয়ে দাও কিভাবে বল?
আমি তো তোমার কাছে সংসার চাইনি – সন্তানও চাইনি।
চাইনি তোমার সমৃদ্ধ ভালোবাসার গন্তব্য হতে –
বেশি কিছু চাইনি তোমার কাছে , বেশি কিছু চাইবও না।
আমি শুধু চেয়েছি তোমার ব্যস্ত সময়ের সাক্ষী হতে।
শুধু এক মুঠো স্বপ্ন দাও – যেখানে তুলি ভিজিয়ে –
আমি এঁকে নিব আমার নিরন্তর কাব্যহীন পথের ঠিকানা।
মধ্য প্রহর – ১৪-১-১৫
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮