সনেট কবি, হাবিব স্যার, কাওসার চৌধুরী, বিজন রয়, পাঠকের প্রতিক্রিয়া, সৈয়দ তাজুল ইসলামসহ অনেকের কথাই মনে পড়ে
আরও যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, ব্লগে এলেই তাদের খুঁজি-
তাদের ফিরে আসার প্রতিক্ষায় থাকি......
একেকবার ভাবি, এই বুঝি তাদের কেউ একজন চলে এসেছেন
আনমনে, নিজের অজান্তেই প্রথম পাতায় প্রিয় ব্লগারদের পোস্ট খুঁজি
বাম পাশের নামের দেয়ালিকায় চোখ রাখি- নাহ, নেই, আসেননি তারা কেউ
আবার যখন ব্লগে আসি, আবার দেখি,
ঘুরেফিরে আবার চোখ তুলে তাকাই, নাহ, অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হয়- তারা আসেন না
আমি জানি, আমার মত অনেকেই-
মিস করছেন সহব্লগারদের
কেউ হয়তো প্রকাশ করছেন না কিংবা প্রকাশ করার ফুরসত পাচ্ছেন না
অথবা অপেক্ষার প্রহর গুনে চলেছেন আমারই মত আনমনে
তবে একথা ঠিক, সকলেরই মনের লুকায়িত প্রত্যাশা- প্রত্যেকেই ফিরে আসবেন অচিরেই
সামু আবারও আলোকিত হবে-
পূর্বের মত- কিংবা তারচে'ও অনেক অনেক গুন বেশি লেখক পাঠকের পদচারনায়
ব্লগ আর ব্লগারদের বিজয়ের গান ছড়িয়ে পড়বে
মুক্তিকামী বীর জনতার মুখে মুখে
বাংলা ভাষাকে আঞ্চলিকতার সীমা অতিক্রম করে বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে
মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী একটি সুন্দর পৃথিবীর সন্ধানে
অবিরত ছুটে চলা ব্লগারগন শালীন
সুশীল ভদ্র সুস্থ শিক্ষিত মার্জিত
কোনো বাধা, কোনো কন্টক, ব্লগারদের আটকে রাখতে পারবে না
আবার ফিরে আসবেন একে একে সকলেই
মধুমক্ষিকার গুনগুন শব্দে ছন্দিত মুখরিত হয়ে উঠবে প্রিয় এই প্রাঙ্গন
বাংলা ভাষার শ্রেষ্ঠতম অনলাইন পাঠশালা........................
পুনশ্চ: পোস্টে যাদের নামোল্লেখ করতে পারিনি, তাদের নিকট ক্ষমাপ্রার্থী। প্রত্যেকের জন্যই শুভকামনা। প্রত্যেকের ফিরে আসার প্রতীক্ষায় আমরা.....
ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩১