আহ কি মজা!!!!!!!!!!!
বাঁচার জন্য বেঁচে থাকি খাওয়ার জন্যই খাই!
শত অবিচার দেখেও তাই বাদ প্রতিবাদ নাই
জান বাঁচাতে মান বাঁচাতে,
বাঁচার লোভে প্রান বাঁচাতে,
সকল কিছুই মেনে নেয়ার এ কোন সংস্কৃতি!
এ কোন খেলা, সত্য ছেড়ে অন্ধ মিথ্যেপ্রীতি!
হায় হায়!!!!!!!!!!!!!
পশুর জীবন তবু ভাল, বিবেক বিচার হীন,
আমরা বুঝি তারও অধিক নষ্ট এবং দীন!
ওদের মতন আমরাও খাই,
লক্ষ্য আরও চাই শুধু চাই,
লাজ শরমের মাথা চিবুই পশুও নই মোটে,
ভয় করি না 'চরিত্রহীন' তকমা যতই জোটে!
আহ!!!!!!!!!!!!!!
চাওয়া পাওয়া খাওয়ার জন্য জীবন সাবাড়!
ভাবটা এমন- আর কিছু তো নাইরে ভাবার!
শত বর্ষ বাঁচার জন্য আশা,
ঘূন বেধেছে মনবাগে বাসা,
মৃত্যু ভয়ে সঙ্কুচিত মন, পালিয়ে নিরব থাকি!
আল্লাহ সবি করে দিবে ঠিক, মিথ্যে স্বপ্ন আঁকি!
ইশ!!!!!!!!!!!!!!
সবি করে দেন পরওয়ার- এই কথা নয় ভুল,
সত্য যারা আকড়ে থাকেন সরেন না এক চুল।
নিজকে করে পন্যসম,
দেন না বেচে পশ্বধম,
মৃত্যু তাদের জানায় সালাম করতে আলিঙ্গন!
তারাই সফল উজ্জ্বল মুখের বিশ্বাসের অঙ্গন!
হায়রে জীবন!!!!!!!!!!!!
সত্য পথের পথিক হওয়া নয়তো সহজ কাজ,
সত্যে শেষে মুক্তি মেলে, ঠাঁই দেয় না সমাজ।
সত্য পথের পথিক হয়ে,
নদীর মত যাও না বয়ে,
মিথ্যে ত্যাজি যাও এগিয়ে বুকে সাহস অসম!
কী হতে চাও? সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, না পশুর অধম?
ছবি কৃতজ্ঞতা: গুগল।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৩৪