প্রভূ হে, সকল দুয়ার হতে ফিরে,
আপনার দ্বারে ফিরে আসি বার বার।
ভিখারী আমি গো হে প্রভূ মহিয়ান,
আপনার ক্ষমা আর অশেষ করুনার।
পৃথিবীর লোভ লাভ ছল ছলনার
কত যে রঙিন রূপ বুঝা মুশকিল।
এখানে মানুষ কই, মানবতার মিছে বুলি,
শুদ্ধ ন্যায়াচার কি আছে এক তিল?
মানব আকৃতি আজব প্রজাতি আজ
স্বার্থসিদ্ধির কত যে ফতোয়া বানায়।
পাপাচার-জুলূম-আঁধারে পৃথিবীর
অলিগলি ভরে গেছে কানায় কানায়।
প্রভূ, শুদ্ধতা এনে দিন আমাদের
হৃদয়ের গহীনে গড়ে আলোর মিনার।
সত্যিকারের মানুষ হতে তাওফিক দিন
করার ক্ষমতা দিন স্বার্থহীন সদাচার।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৯ দুপুর ১২:১৬