সনেট এবং রিপোস্ট। পবিত্র আল কুরআনের সূরাহ আল আনআম এর ১০৩ নং আয়াতের ভাবার্থ বাংলা কাব্যাকারে প্রকাশের চেষ্টা।
কোন কালে কোন চোখ দ্যাখে না কখন!
তাকে দেখা মানবের সাধ্যের বাহির-
তিনি সদা প্রতিভাত হাজির নাজির-
তাঁর চোখ দেখে যায় সকল নয়ন!
তিনি সদা সাথী হন প্রতিটি পলক!
প্রতি প্রান বেঁচে রয় তাহার দয়ায়-
প্রতি প্রাত জেগে ওঠে প্রানের মায়ায়-
ধরা ব্যপে অন্তহীন নূরের ঝলক!
ঘুমে জড় মাখলূক জগত জনম!
বেঁচে থাকে পেয়ে তাঁর নিপূন যতন-
তন্দ্রা নিদ্রাহীন চির আলোর মতন-
সকলের তরে দেন তাহার রহম!
তাঁর ছোঁয়া পেয়ে জীব- জীবন রঙিন,
তিনিহীন মিছে সব আঁধার গহীন।
আয়াতে কারিমার সরল বাংলা অর্থ-
'দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ। (সূরাহ আল আনআম, আয়াত ১০৩)'।
নিচের লিঙ্ক থেকে অনলাইনে দেখে নিতে পারেন-
সূরা আল আন-আম ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ১০৩
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৯ দুপুর ১২:২৬