আকলের জমিতে অজ্ঞতার বপন,
বিবেকের ঘরে তাই ধরেছে পোকা।
শুভ্র দেস্তার মস্তকে বেধেঁছি যদিও,
বিশ্বাস করে মানুষ খেয়েছে ধোকা।
লোভাতুর মন, বিপুল ক্ষুধার পেট
উদরপুর্তি হয় যদিও, মনের গহীনে
অন্তহীন যেই ক্ষুধা লুকিয়ে ঘুমায়
সে ক্ষুধা মিটাবে কে আছে এ জমিনে?
লোভে পরাজিত, বিকিকিনি হই
মনে- 'আরো চাই', 'আরো চাই' ধ্বনি।
দুনিয়া কামাই, আখিরাত বিস্মৃতির
হাহাকার ওঠে বাতাসে গুঞ্জরনি।
হায়! কোন্ পথে চলেছি হেটে আজ,
আমরাইতো নিজেদের রাহবার বলি!
এই পথে হেটেছে কি কাবার পথিক?
না কি ইহা আঁধারের শর্টকাট গলি?
মনের জমিনে মহামারি, নিভূ নিভূ
ঈমানের ঘরে কুয়াশা বেধেছে দানা।
লোভে কাতর চকচক করা চোখে
দুনিয়া নামক শয়তান দিয়েছে হানা।
যাত্রা তোমার কাবার পানেই যদি
নিজকে ভাবো কাবার মুসাফির?
লোভ লালসার বুকে করি পদাঘাত
ফিরে এসো ফিরে এসো শিগগির।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬