দু'টি কবিতা
১. করুনা-১
নিখিলের যত কিছু - সকল সৃজন
এসবের মালিকানা একমাত্র তাঁর
তাঁর দয়া এনে দেয় প্রান সমীরন
তিনি সত্য - কুহেলিকা যত কিছু আর
তাঁর পায়ে সিজদায় লুটাতে মস্তক
দুআ মাগি, তাওফিক হোক শেষ তক
সিজদায় অবনত আনত মাথায়
রহমের বৃষ্টি ঝড়ে অশেষ অপার
টেনে নেন নিজ বুকে আপন মায়ায়
তাঁর মত করুনায় কে ডুবায় আর?
তাঁর প্রেম জালওয়া হৃদয়ে জড়ানো
এই বুকে আর কোনো ঠাঁই নেই ফাঁকা
অন্তরে অলিন্দে তাঁর সুবাস মোড়ানো
শত কসরতে সুঘ্রান যায় না ঢাকা
২. করুনা-২
প্রভূ মহিয়ান!
প্রভাতে জেগে আপনার পায়ে সিজদায় লুটাই প্রান!
বিদগ্ধ কলিজা - তাপিত হৃদয় সিক্ত করতে গাহি হে গুনগান!
প্রভূ হে, চক্ষু ভেজাই তবু ভেজে না মন, কেঁদে ফেরে দিনমান!
প্রভূ হে, চারিদিকে শুধু দয়া আপনার
এ জগত যেন প্রেমের বাজার
যে দিকে ফিরাই আঁখি,
শুধুই আপনাকে দেখি
আপনার করুনার বারিধারা অথৈ অপার
কে আছে এমন বোঝে আপনার দয়া, সাধ্য আছে কার?
ছবি কৃতজ্ঞতা: গুগল
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬