খোলা রাজপথে ন্যায়ের শপথে
আমাদের বীর সন্তান,
অত্যাচারীর বিঁষদাত ভাঙতে
ফুঁসে ওঠা ময়দান।
চুপিসারে নয়, শোনো আর্তনাদে
নিপীড়িত কাঁদে আজ,
ছাত্র জনতার মিছিলে-শ্লোগানে
ভাসে সেই আওয়াজ।
ভেঙে ফেলো ফেলো অত্যাচারীর
জুলূমের হাতিয়ার,
আনো নতুন প্রভাত ছিনিয়ে, নাশি
নিশিথের আধিয়ার।
জাগো জাগো কিশোর যুবক তরুন
ছাত্র জনতা মিলে,
বজ্র মুষ্টি হাত - কন্ঠ মিলাও
মুক্তির এ মিছিলে।
জানিয়ে দাও, আজ অধিকার চাই
জুলূমের দিন শেষ,
ভেঙে-চুরে গড়ে তুলতে আবার
নতুন বাংলাদেশ।
ছাত্র জনতা রাজপথে ফের
জাতির হৃদয়ে আশ,
আলোকের পথে ধাবমান স্বদেশ
অবিচার হবে নাশ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৬