বিডিআর-বিএসএফ সম্মেলন চলছে আর এদিকে সীমান্তে ২ বাংলাদেশি কে হত্যা করেছে বিএসএফ। আহা কি আনন্দ!
ঢাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরুর দিনেই দু'জন নিরীহ বাংলাদেশিকে গুলি করে মেরেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সীমান্তে বিএসএফ প্রায় নিয়মিতভাবেই গুলি করে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা করে চলেছে। বিএসএফের এই পাইকারিহারে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সম্মেলনে বাংলাদেশ বলেছে, একের পর এক নিরীহ বাংলাদেশিকে হত্যার মধ্য দিয়ে বিএসএফ মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বাংলাদেশের প্রতিবাদের জবাবে ভারত বলেছে, যখন কিছুই করার থাকে না তখন সর্বশেষ ব্যবস্থা (লাস্ট রিসর্ট) হিসেবে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালাতে বাধ্য হয়।
পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতরে গতকাল সকাল ১০টায় বিডিআর ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের
বৈঠকটি শুরু হয়। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।
বৈঠকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক এম এল কুমাওয়াত।
গতকাল সকালে যখন বৈঠক শুরু হয় ঠিক তার কিছুক্ষণ পরই খবর আসে বিএসএফের গুলিতে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ইয়াকুব আলী এবং বদরুজ্জামান নামে চুয়াডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বৈঠকে এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান বিডিআর মহাপরিচালক।
সূত্রঃ পাগলা কানাই
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫৮