আরও একটি দিনের সমাপ্তি পটে, এঁকে চলছি গোপন ছবি।
নির্বাক ঠোঁটে সবাক চোখের তৃপ্তি অগোচরে ধারন করি,
বাজে রুদ্রবীণা আর নর্তকীর হিংস্র-বিলাপ, কত আহাজারি !
চারিদিকে সফলতা, খিস্তি-খেউড়ের ক্যানভাস- হাত ফসকে
খসে পড়ে তুলি।
বিগত যৌবনা সেই নারী, সম্বল যার শুধুই স্মৃতির কলকে খানি-
জোৎস্না রাতে কষে দম দেয় বাতাসে। নেশার রেণু চুঁইয়ে পড়ে
শ্বাপদ-সংকুল জনপদে। সে হাসে ! অন্ধ পৃথীবি ভেবে নেয় বিলাপ,
ঈশ্বর গোনেন প্রমাদ ! বুঁজদিল তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকা সৃষ্টি-
আজ শুধুই শয়তানের দোসর।