অনেকদিন যাবত গ্রামের বাড়িতে আমার নানার একখন্ড জমি পতিত পড়ে আছে, যায়গার পজিশন ও বেশ ভাল।
একটা কিন্ডারগার্টেন স্কুলের জন্য আদর্শ যায়গা, ছায়াঢাকা মনরোম পরিবেশ। সবচেয়ে বড় কথা জমিটা গ্রামের একদম মিডেলে অবস্থিত, আর গ্রাম বলতে এটা অজপাড়া গঁা না, মোটামুটি শহর ই বলা চলে, শিক্ষার কদর খুব ভালই আছে এ গ্রামে।
তো কয়েকজন বন্ধু মিলে একদিন ডিসিশন নিলাম এখানে কিছু একটা করার। দুইটা ডিসিশন পেন্ডিং আছে, যেকোন একটা কার্যকর করা হবে, একটা কিন্ডারগার্টেন আর দ্বিতীয়টা ক্যাডেট মাদ্রাসা।
কোনটা করলে ভাল হয়? আর কি কি বাধা/বিপত্তি হতে পারে ? শিক্ষা কার্যক্রমের ব্যপারে বিস্তারিত কিছু জানা থাকলে জানাবেন।