কথোপকথন
--তোমার আল্পনা কতদূর?
-তা জেনে আর কি হবে?সাগরপাড়ের আল্পনা,আসুক ঢেউ,মিশিয়ে দিক বালুর সাথে।আগে জানলে বালুতে মিছে আল্পনা!অমন ভুল কখনোই করতাম না আমি।
-বাব্বা,বেশ অভিমান দেখছি।
-এ অভিমান ভাঙবার নয় বলছি।চলে যাও তুমি।
-বুঝতে পেরেছি।আল্পনায় ঢেউ আঘাত হেনেছে বুঝি?কিন্তু কি করে সম্ভব তা?এত উঁচু বাধ তো দিচ্ছি।ঢেউয়ের তো সে সাধ্য নেই এ বাঁধ ডিঙাবার!
-কঁচু বুঝেছ... বাকিটুকু পড়ুন