ভরা পাতে, সুখ খুঁজো না
খালি পেটে, খুঁজো
ক্ষুদার্থ মানুষেরা, খাদ্য খুঁজে ।
বাসস্থান রয়ে অবিরত
অন্ন,বস্ত্র,বাসস্থান হীন জীবন
চেয়ে রয়ে এক টুকরো শান্তি দিকে
উচ্চ অট্টালিকার উচ্চবৃত্ত মানুষরা
শুধু দেখায়ে স্বপ্ন
বলে শুধু মুখেই
দিবে কি অর্থ, দিবে না
না, বলেই ক্ষান্ত
চাই প্রচুর অর্থ
সব অভাব করবো দূর ।
দুই দিনেরই দুনিয়া, সামনে পিছে আসে যায়
দেখ চেয়ে ক্ষুদার্থ হাজারো চোখ
কান্ত মানুষ
বাড়িয়েছে তাদের হাত
তুলে অর্থ মেটালো ক্ষুধা
বাড়িয়ে দাও মানবতা তাদের দিকে
সারিয়ে দাও সুখ দুইচোখ ভরে ।
*ছবি:গুগল থেকে নেয়া