আমি কোনো জমিদারে বাচ্চা না
যে কারী কারী টাকা
নিয়ে ঘুরবো ।
ক্ষুধা পেটে নিয়ে হেটে চলেছি
বড় বড় কথা, অনেকেই বলে
এ সমাজের গুণীজন
হে ,সৃষ্টিকর্তা তুমি কি আছো ?
তবে, শুদ্ধি করো আমায় ।
আমার ললাট,ভিজে গেছে ঘামে
নেশায় আসক্ত, ভাঙগা গোড়ার
জগৎ সংসা যে বলে সস্তা মেয়েছেলে
তাই নোংরা বস্তির আনাচে কানাচে
পরে রই এক কোণায়,
আমি হাত বদল হই প্রতি রাতে
পাপের শাস্তি,আমি পাপীষ্ঠ
পেটে পোষা পাপের বাচ্চা
হে ,সৃষ্টিকর্তা তুমি কি আছো ?
তবে, শুদ্ধি করো আমায়,শুদ্ধি করো ।