সাদ আছে সাধ্য নেই এদেশের মানুষের জন্য কিছু করার। আমার দু’কলম লেখায় হয়তো কিছুই যায় আসে না। ধরে নিলাম বেশির ভাগই আমার এ পোষ্টটি এড়িয়ে যাবেন, তবু যারা আমার এ লেখাটি বিরক্তি কিংবা আগ্রহের সাথে পড়বেন যারা, তাদের কাছে বলছি।
আমি সাধারণ মানুষের কথা বলছি, যারা আমার মতই সাধারণ। আমি সেই সমস্ত খেটে খাওয়া মানুষের কথা বলছি যারা একদিন রোজগার না করলে হয়তো চুলায় হাড়ি চড়াতে পারেননা, হয়তো কোনরকমে চলে যাওয়া জীবনকে নিয়ে প্রতিদিন লড়াই করেন। সেই মায়ের কথা বলছি যিনি চতুর্থশ্রেণীর সরকারী কর্মচারীর স্ত্রী, মাসের শুরুতে গোনা কিছু টাকা নিয়ে সংসার পরিচালনা করেন, আর দুর থেকে ঘোলাটে চোখের দিকে তাকিয়ে আঁচলে মুখ চেপে অশ্রুকে বিসর্জন করেন। নিপুন হাতের ছোঁয়া দিয়ে পোশাকশিল্পকে টিকিয়ে রেখেছেন। তথাকথিত সমাজের জন্য যারা দাসত্ব করছেন আমি তাদের কথা বলছি। বলছি, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বার্ণ ইউনিটে প্রতিদিনই মারা যাচ্ছেন, পুলিশ এবং পিকেটারদের ধাওয়ায় পথ হারিয়ে পুকুরে ডুবে মরছেন, আরও জানা না জানা দুর্বিষহ জীবন কাটান, তাদের কথা!
সরকার তার জিদ থেকে সরে আসতে পারছেন না আরেকদিকে বিরোধীদল তার জ্বালাও পোড়াও কর্মসূচী বন্ধ করবেন না। তাহলে আমরা কি আজীবনই আপনাদের লাথি ঝাড়ু খাওয়া নিষ্পেসিত মানুষ হয়ে বেঁচে থাকব? উত্তরহীণ প্রশ্নের উত্তরদানকারী/ আপনারা যারা দেশ পরিচালনাকারী তাদের কাছে হাত জোড় করে বলি, আমাদের রুটি রুজির ব্যবস্থা করে আপনাদের অবস্থানে অটল থাকুন। আমাদের জীবনকে পেছনের দিকে ঠেলে দিবেননা। আমাদের সন্তানকে শিক্ষাজীবন থেকে সরে আসতে বাধ্য করবেন না। আমরা হয়তো আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে পারবনা, হয়তো প্রতিবাদ জানাতে আপনাদের সন্মুখে আসতে পারবনা, জীবন এবং জীবিকার ভয়ে সংকুচিত হয়ে নির্বাক মূর্তি হয়ে আপনাদের অসহনীয় অত্যাচার সহ্য করব। কিন্তু আর কত........?
পাঠক, এটাই কি দেশ, এই কি আমাদের চাওয়া......?