১
ফোনটা বেজেই চলেছে, মানুষ যে কি সব অদ্ভুত সময়ে কল দেয়!! ক্লাস থেকে এলো মাত্রই, অনেক টায়ার্ড... আরেকটু হলেই ঝড়ে আটকা পড়ে যেত... বিরক্তি লাগছে, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়েই সব বিরক্তি চলে গেল, চোখে মুখে এক প্রশান্তির ছায়া...
--: হ্যালো......
--: জানো? আমার না মাঝে মাঝে দমকা হাওয়া হতে ইচ্ছে করে।
--: ঝড় আসছে, তাই মনে রঙ লাগল, না?? ঢং একটা...
--: ধুর, দমকা হাওয়া কেন হব জিজ্ঞেস করলই না... :/
--: কেন? বলেন...
--: হুম, দমকা হাওয়া, হঠাত আসব...
--: তারপর আর নাই?? শেষ?
--: সবকিছু উড়িয়ে নিয়ে যাব...
--: কোথায় আসবেন?
--: তোমার কাছে...
--: আমায় উড়িয়ে নিতে??
--: হয়ত... যদি তোমার দমকা হাওয়াটাকে ভাল লাগে...
--: ঢং......
--: হু
--: কি সব কঠিন কঠিন কথা...
--: হুম, কেন? ভাল লাগেনি?
--: জানিনা...
--: দমকা হাওয়া কেমন লাগে??
--: বলব না........................ আচ্ছা বলি... সবারই তো ভালোই লাগে
২
পরদিন পার্কে...
--: আমি কিন্তু বৃষ্টি ভেজা ঝিরি ঝিরি বাতাস হতেও পারি... তবে উড়িয়ে আনার পর... যখন আর কোন মেঘ থাকবেনা, সব বৃষ্টি হয়ে ঝরে পড়বে।
মেয়েটা লাজুক চোখে ছেলেটার দিকে তাকালো, দৃষ্টিতে একটু উদাসীনতা, একটু আশা, একটু দুশ্চিন্তা... ছেলেটা যদি সত্যিই খুব বেশি ভালবেসে ফেলে? মেয়েটা খুব বেশি ভাল কিনা... সমাজ, পরিবার সবকিছু ভাবতে হয়... ছেলেটা জানে যে ওর বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিন পরেই চলে যাচ্ছে দূর প্রবাসে... তবুও কেন যে এমন করে... মেয়েটার কিচ্ছু ভাল লাগেনা... কথা না বলে থাকতেও পারেনা... খুবই ভয়ে ভয়ে থাকে, পাগল ছেলেটা কখন কি বলে ফেলে!! নিজেও খুব বেশি আসক্ত হয়ে পড়ছে যে... চোখ ভরা উদাসীনতা আর বুক ভরা বিষণ্ণতা নিয়ে বলল... “কিভাবে??”
--: কিভাবে? হয়ত কোন মিরাকেল...
--: জানিনা...
--: ইফ দ্যা ম্যাজিক ইজ ট্রু, মিরাকেল ডাজ হ্যাপেন...
মেয়েটার বুকে যেন একটা বিজলি বয়ে গেল, পরিস্থিতি হালকা করতে হবে, সকল দুশ্চিন্তা তার মাথায় জেঁকে বসল। খুব বেশি ভালবেসে ফেলতে ইচ্ছে করছে ওর... কিন্তু ছেলেটা যদি কষ্ট পায়? ভীতু একটা মেয়ে, খুব বেশিই ভয় পায়। ছেলেটা কষ্ট পেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবেনা... কথা ঘুরাতেই হবে...
--: কি ঢং, সব মাথার উপর দিয়ে যাচ্ছে...
--: সরাসরি বললে ত আপনার ঘুম আসে...
--: এখনো ঘুম পাচ্ছে, কি কঠিন কথা, কিচ্ছু বুঝিনা
--: সরাসরি বলতেই তো চাই... আমি কিন্তু সত্যিই খুব বেশি ভালবেসে ফেলব, তখন কেমন হবে?
এই ভয়টাই পাচ্ছিল, ছেলেটা এমন কেন? খুব পচা, অনেক বেশি বিরক্তিকর, খুব বেশি জালায়... আর পারছেনা মেয়েটা, নাহলে প্রেমে পড়েই যাবে, খুব বেশি... উদাস, বিষণ্ন মেয়েটা উঠে চলে আসল...
--: আমি যাচ্ছি, আপনি বাসায় যান, জ্বর আসছে উনার, সেইদিকে খেয়াল নেই... হুহ... কেয়ারলেস একটা...
উঠে চলে আসতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল ওর... যদি অনন্তকাল পাশে বসে থাকতে পারতো... ছেলেটার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করে খুব...
৩
রাতে পাগলটাকে কল করবেনা ভেবেছিল, বেচারার জ্বর, কিন্তু খুব শুনতে ইচ্ছে করছে ওর কণ্ঠ টা... ছেলেটা ফোন ধরতে একটু দেরি করল, কেটেই দিবে ভাবছিল, কিন্তু রিসিভ করে ফেলেছে...
--: হ্যালো...
মেয়েটা ভাবল যে কাঁচা ঘুম টা ভেঙ্গে দিল কিনা... বিকালে যে জ্বর ছিল... পাগল্টা জ্বর নিয়েই দেখা করতে আসছে, পারেও...
--: ঘুমাচ্ছিলেন? বিরক্ত করলাম?
--: আরে নাহ, ঘুমাব ভাবছি...
--: জ্বর কমেছে, ওষুধ খেয়েছেন?
--: হু
--: গুড বয়...
--: থেঙ্কু...
মেয়েটার ঠোঁটে লাজুক হাসি, মনে মনে ভাবল যে ভাগ্যিস পাগলটা সামনে নাই... কি না কি বলে ফেলত আল্লাহই জানেন... খানিক নীরবতা... ঝড় শুরু হচ্ছে বাইরে... ঝড়ের কথা বললে যে ছেলেটা আবার কি শুরু করবে কে জানে!! তাও বলেই ফেলল...
--: ঝড় তুফান শুরু হল আবার...
--: হু, উড়তে ইচ্ছা করেনা?
--: না...
--: কেন? ভয়?
--: কিসের?
--: জানিনা...
--: বুঝেছি, বজ্রপাতের, তাইনা?? আমার পক্ষে এখন আগলে রাখার সামর্থ্য নেই, কিন্তু যখন হবে, তখন কিন্তু উড়িয়ে নিতে আসব...
--: ভাল...
--: কি?
--: কথাগুলো...
--: আমি কিন্তু সত্যি কথাই বলেছি...
--: আমি কিচ্ছু বুঝিনি...
--: ঘোড়ার ডিম...
--: হুহ...
--: উত্তর কিন্তু পেলাম না... উড়বা আমার সাথে??
...............................................নীরবতা..................................................................................
<...অসমাপ্ত...>
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ সকাল ১১:৫৭