কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন মুভির একটা দৃশ্যের অনুবাদ!!
মাঝে মাঝে আমরা সংঘর্ষের গতিপথে বিরাজ করি এবং আমরা তা নিজেই জানিনা! হতে পারে তা দুর্ঘটনা বা পূর্ব পরিকল্পিত! আমাদের এই ব্যাপারে কিছুই করার থাকেনা।
ঢাকার এক মহিলা শপিং এ যাচ্ছিল। কিন্তু সে তার কোট টা ফেলে যাওয়ায় তার ঘরে ফিরে এলো। ফিরে এসে কোট টা নেয়ার সময় হঠাত তার ফোন টা বেজে উঠলো! কথা বলল কিছু সময়। এই সময় ডেইজি তার নাচের রিহারসেল করছিলো! যখন সে রিহারসেল করছে তখন সেই মহিলা ট্যাক্সির জন্যে রাস্তায় দাঁড়ালো। ট্যাক্সি ড্রাইভার চা খাওয়ার জন্যে এক টি স্টল এ বসেছিল। এবং এই পুরো সময় জুড়ে ডেইজি রিহারসেল এই ছিলো। সেই ট্যাক্সি ড্রাইভার চা খেয়ে ট্যাক্সি নিয়ে বের হয়ে সেই মহিলাকে পেল যাত্রী হিসেবে যে কোট ফেলে আসার কারণে আগের ট্যাক্সি মিস করেছিল। ট্যাক্সি টাকে হঠাত ব্রেক করতে হল এক পথচারীর জন্যে যে এলারম দিতে ভুলে যাওয়ায় অফিসে যেতে ৫ মিনিট দেরি করে ফেলেছে! সেই লোকটা যখন রাস্তা ক্রস করছিল তখন ডেইজি রিহারসেল শেষ করে ফ্রেশ হচ্ছিল। যখন ডেইজি ফ্রেশ হচ্ছিল তখন ট্যাক্সি ড্রাইভার এক বুটিক শপের পাশে অপেক্ষা করছিল সেই মহিলাটির জন্যে। তিনি একটা পার্সেল জন্যে শপে এসেছেন যেটা প্যাক করা হয়নি কারণ বুটিকের মেয়েটার ব্রেক আপ হওয়ায় মন খারাপ ছিল এবং প্যাক করতে ভুলে গেছে! প্যাকেজ টা নিয়ে মহিলা ট্যাক্সি তে উঠল কিন্তু একটা ট্রাকের কারণে ট্যাক্সি ছাড়তে একটু দেরি হল। এই সময় ডেইজি ড্রেস চেঞ্জ করছিল। ট্রাক সরে যাওয়ায় ট্যাক্সি ছাড়ল, ডেইজি ড্রেস চেঞ্জ করে রাস্তায় বের হবে এই সময় সে তার বন্ধুর জন্যে দাঁড়ালো যার জুতোর ফিতা খুলে গেছে!
ডেইজি আর তার বন্ধু থিয়েটার থেকে বের হয়ে এলো!
যদি এই ঘটনা গুলোর অন্তত একটার ব্যাতিক্রম হত! জুতার ফিতা খুলে না যেত! অথবা ট্রাক পথ না আটকাত! বা প্যাকেজ টা রেডি থাকত কারণ তার ব্রেক আপ হয়নি! বা সেই পথচারী ৫ মিনিট দেরি না করত অথবা ট্যাক্সি ড্রাইভার চা খেতে না দাঁড়াত কিংবা মহিলাটি কোট ভুলে ফেলে না আসত!
ডেইজি আর তার বন্ধু রাস্তা অতিক্রম করত এবং একটা ট্যাক্সি তার পাশ দিয়ে চলে যেত.................................
কিন্তু এই তো জীবন। আড়াআড়ি ভাবে ছেদ করা জীবন আর ঘটনার প্রবাহ মাত্র! যা কোন মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না!! ট্যাক্সি টি তার পাশ দিয়ে চলে যায়নি। ড্রাইভার টি মুহূর্তের জন্যে অন্যমনস্ক হয়েছিল! এবং ট্যাক্সি টি ডেইজি কে আঘাত করল!!!!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:৪১