somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেতা কইমু হাছাউ কইমু

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সিলেটের আঞ্চলিক ভাষায়)

যেতা কইমু হাছাউ কইমু
নাজমুল ইসলাম মকবুল

ওউ অতার নাম নিবা অরতাল। অরতাল উরতাল ডাকিয়া তারা মাঠো নাই। গাড়ি ঘোড়া তো ছলের দেখিয়ার আগর লাখানওই। দোকান দাখানও অনেক জাগাত খোলা। বেহুদা মাইনষরে কষ্ট দিবার দরকার কিতা। অরতাল ডাকিয়া নেতা নেত্রী হকলেউ নাকর মাঝে খাটি হইরর তেল দিয়া এসি রুমো বইয়া বাতাস খাইন। আর নাইলে বেড রুমো ফুতি থাকইন। বউর লগে বাড়তি দুই গাল গফ সফ করইন। আর দেশর যে খতি কররা ইতা তারা ছিন্তা করি দেখইন না। আর নাইলে অরতাল দিয়া তারা মাঠর মাঝে থাকইন না কেনে। ঢাকাত তো বড় বড় কেন্দ্রীয় নেতা হকল আছইন। এরা কিতা ঘোড়ার ঘাস কাটইন নি। মনত কররা খমতা তারার মুখো তুলইয়া আনইয়া দেলাইবো। ইতা অতো সুজা নায়। ইতা যেতা আন্দোলন কররা আর অরতাল অরতাল খেইড় খেলাইরা ইতা দিয়া সরকারর একটা পশমও ইলাইতা পারতা নায়। দেশর বিভিন্ন যাগাত দেখা গেছে সরকারর লগে বা আশপাশর সরকারী দলর নেতা হকলর লগে সমযোতা করিয়া তারা আন্দোলন কররা। বিয়ানে তারা লোক দেখানো মিছিল একটা দিয়া বাড়িত গিয়া ফুতি থাকইন। এর বাদে সরকারী দলর নেতা কর্মীরা মিছিল বার করইন অরতালর বিরুদ্ধে। হেরা গেলে গিয়া আস্তা দিন ঘুমাইয়া বিয়ালে আরবার উঠিয়া আইয়া মিছিল একটা দেইন। আর ঢাকাত তো ইতাও দেখা যায় না। খমতাত গিয়া যেরা ঘি আর মাখন খাইতা করি মুছর মাঝে তেল দিয়া বাড় ছাইরা তারা নিজর ফটো ফেফারো উঠবার লাগি আর টিভি চ্যানেলো দেখাইবার লাগি আখতা আখতা গিয়া এং করেংগা তেং করেংগা ধোড়া হাফর বিছ মারেংগা বখতিতা দিয়া আরবার বাসাত গিয়া বইতাখইন। এরা মোবাইল দিয়া সরকারী দলর নেতা হকলর লগেও বুলে লিয়াজো রাখইন। ইতা অখন কর্মী হকলে বুঝি লাইছে। ডিজিটাল জবানাতো। এর লাগি তারা অখন কয় যেরা ঘি আর মাখন খাইবা এরা এসি রুমো বাতাস খাইন। আমরা আজলি মরা মরইয়া কিতা করতাম। আমরাও ফুত ভাও ছলমু। যে সময় যেবায়দি জোয়ার দেখমু ওউবায়দিউ থাকমু। নেতা অখলে ঘরো বইয়া আরাম করবা আর আমরা রাস্তা ঘাটো পিঠা খাইয়া শরিল পছাইয়া শরিলর রক্ত ফালাইয়া জেল খাটইয়া পয়সা খরছ করইয়া আর নায় গুল্লি খাইয়া মরইয়া কিতা করতাম। কুনু লাভ নাই। খমতাত আইতে পারলে তারা নেত্রীর ছাইরো খানদাবায়দি গিয়া খালি ঘুরঘুর করবা। আর আমরা টটা ছুইমু। কানদাউ ভিড়তাম পারতামনায়। মালতো তারাউ বানাইবা। আমরার বাটো পড়ব টেফি ধরা। তারা হকলতা ছাবিয়া নেওয়ার বাদে যেতা ফালাইয়া যাইবা অতা পড়ব আমরার বাটো। তারার ছেরা ছবিত সুনা রূপার পানি পড়ব। ছেরায় গ্লেইজ মারব। কাপড় চোপড়ও চকচকি করব। আর আমরা তারার করে করে আটা ছাড়া উপায় থাকত নায়।
সরকারে ইতা দেখইয়া আসের। তামশা দেখের। আর কর ইতায় অতাউ করবা। আর কোনতা করতা পারতা নায়। আমরা ঠিকঅউ খমতাত থাকমু। আগে কইছলাম ২০২১ সাল পর্যন্ত খমতাত থাকমু। অখন দেখইয়ার ২০৫১ সাল পর্যন্ত থাকবার সুযোগ বিরোধী দলর নেতা হকলে দেওয়ার লাগি সাধ দিরা।
অখন বুলে রাজনীতি পেশায় পরিণত অইগেছে গিয়া। ব্যবসায়ী আর মিল ফ্যট্টরির মালিক শিল্পপতিহকল আর নায় বিদেশ গিয়া টেখা বানাইয়া আখতা ধরি আইয়াউ বস্তা ভরা টেখা দিয়া বড় বড় দলর ঠিকট কিনিয়া এম.পি অইযাইনগি। মন্ত্রীও অইযাইন। অখনতো সরকারেও সুযোগ করিয়া দিরা। তারা নয়া আইন বুলে ফাশ করছইন। যেযাখান থাকি যেকোন দল থাকি ভাগইয়া আইলেউ টিকেট পাইবা। এরা যেথা টেখা টিকেট কিনবার সময় আর ভোটর সময় খরছ করইন ইতা টেখা ভোটর বাদে সত্তইর গুণ বেশি তুলিলাইতা ফারইন। দেশ গুল্লাত গেলে তারার কিতা। তারার তো দুক দরদ নাই। তারার পুয়া পুড়িনতরে পেলাইন ছড়াইয়া বিদেশ ফাটাইদেইন। হকানো পড়াইন। বউ বাচ্চা বিদেশর উন্নত টাউন হকলর উছা উছা বিল্ডিংও থাকিয়া ফুটানি করে। আর ইকানো তারা দেশর মাইনষর টেখা মারইয়া বিদেশ পাচার করইন। ইদানিং বাক্কা নেতা হকলে তারার পেশা কিতা জিকা করলে কইন পেশা অইল গিয়া রাজনীতি। লেখবার জাগাত লেখিলাইনও পেশা রাজনীতি। লেখতানা কেনেতে। রাজনীতি অইলগিয়া লাভর পেশা। থুড়া টাইমর ভিতরে বস্তা বস্তা মাল কামাইল যায়। কষ্টও বেশি করা লাগেনা। খালি কিছু ভালা গুণ থাকা লাগে।
কইততামনি কিতা কিতা গুণ থাকা দরকার। তে হোনো। একবারে আইন টাটকা মিছা মাত হিকা লাগব পয়লা। ওয়াদা করিয়া ওয়াদা ভাংবার মতো হিম্মত রাখা লাগব। অভিনয় হিকা লাগব, যেনো যে জাতর অভিনয় করা লাগে। মুখো এখান আর বুকুত একান থাকত অইব। লগে টেখা আর লাটি। ইতা অইগেলে আর লেখা পড়ার দরকার নাই। নেতা অইতে আর মাল কামাইতে বেশি সময় লাগত নায়। মরলামতো আমরা আম পাবলিক। আমরারে তারা দা দিয়াও কাটে আরবার ঘড়ি দিয়াও কাটে। ধার ছাক্কু দিয়া জবো করে আরবার ভুতা দা দিয়াও জবো করে। পাটা আর ফুতাইলে তারা ঘষাঘষি করে আর আমরা মরছর খরাফি। অনকু আর কিতা করমু। ই অবস্থা দেখিয়া জানে আর যারেরনা। হায়াত যদি ফুড়াই যিতো আর আল্লায় উঠাইয়া তানর কানদাত নিতাগি তাইলে মনো শান্তি পাইতাম। ইতা যেতা ছিনালা ভইনালা তারা কররা ইতা দেখলে খালি গুসা উঠে। করমু কিতা রবো বাবা। দেশটারে তারা মনো করইন তারার বাফর খালি তাল্লুক। আর যেতা মনে ছায় অতা কররা। কিতা কইতাম বেটা। হারা দিন কইলেউ ইতা শেষ অইতনায়। আর আমরার কথা কে হুনবো রবো বাবা কওছাইন দেখি।
কথাগুলো একজন অতি সাধারন সিলেটী কৃষকের। কথাগুলো কারো েেত্র সঠিক আবার কারো েেত্র সঠিক নাও হতে পারে। কিংবা আংশিক সত্য হতে পারে। তবে সাধারন মানুষের মুখে এ ধরনের কথা হর হামেশা শুনা যে যাচ্ছেনা তা হলফ করে বলা যাবেনা। আর এসব তারা কেন মন্তব্য করছেন তাও বুঝা মুশকিল। তবে এসব বক্তব্যের মিল অমিল সঠিক বেটিক নির্ধারন করবেন সচেতন পাঠক সমাজ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।

লিখেছেন সোনাগাজী, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮



এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×