সিলেট লেখক ফোরাম’র গ্রন্থ প্রকাশনা ও মতবিনিময় সভা
সিলেট ও শিলচরের মানুষের হার্দিক বন্ধন
অতীতের তুলনায় বর্তমানে আরো সমৃদ্ধ হয়েছে
----------------------------------------- তৈমুর রাজা চৌধুরী
আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সিলেট লেখক ফোরাম আয়োজিত গ্রন্থ প্রকাশনা উৎসব ও দুই বাংলার লেখক কবি সাহিত্যিক সাংবাদিকদের মতবিনিময় সভায় ভারতের আসাম রাজ্যের দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী বলেছেন, সিলেট ও শিলচরের মানুষের হার্দিক বন্ধন অতীতের তুলনায় বর্তমানে আরো সমৃদ্ধ হয়েছে। ভ্রমণকাহিনির মাধ্যমে আমরা দুই দেশের মানুষের রাজনীতি সমাজ সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস জানতে পারি। সাহিত্যের মধ্যে ভ্রমণ সাহিত্য হচ্ছে বৃহত্তর পাঠক গোষ্ঠীর একটি প্রিয় বিষয়। লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শিলচর ভ্রমণের আনন্দ স্মৃতি গ্রন্থটি পাঠক সমাজে সমাদৃত হওয়ার মত একটি অনুপম ভ্রমণ সাহিত্য।
গত রবিবার সিলেটের জিন্দাবাজারস্থ ভাষাসৈনিক মতিনউদ্দীন আহমদ জাদুঘরে লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শিলচর ভ্রমণের আনন্দ স্মৃতি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি তোফায়েল কামাল।
রোটারিয়ান হাফিজ আব্দুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.), প্রিন্সিপাল কবি কালাম আজাদ, জালালাবাদ লোকসাহিত্য পরিষদ সম্পাদক চৌধুরী হারূন আকবর, প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সু-সাহিত্যিক লে. কর্ণেল (অব সৈয়দ আলী আহমদ, দৈনিক জালালাবাদ’র ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, ইমাম প্রশিণ একাডেমী সিলেটের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম, ইন্দো-বাংলা মৈত্রী শিলচর-এর সেক্রেটারি শুভদ্বীপ দত্ত মলয়, সিলেট লেখিকা সংঘের সভাপতি কবি সালমা বখ্ত্ চৌধুরী, ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, সমাজসেবী রোটারিয়ান এম. এ. গণি, মৌলভীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর শেখ দীন মোহাম্মদ, ডা. আব্দুল জলিল চৌধুরী, ভারত থেকে আগত প্রবীণ শিাবিদ পুর্নেন্দু কান্তি দাশ, অশিমা দেব দাশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি শাহাদাত আলীম, সাংবাদিক তাসলিমা খানম বিথী, ছড়াকার মাহমুদ পারভেজ, সমাজসেবী মোশতাক চৌধুরী, কিউ এম দিলোয়ার হোসেন, গোলাপগঞ্জ প্রেসকাব সভাপতি আবদুল আহাদ, ছড়াকার তওফিক চৌধুরী, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, সাংবাদিক ফয়সল আহমদ, তোফাজ্জল হোসেন, আব্দুল কাদির, মোঃ হাফিজুর রহমান, কবি কামাল আহমদ, কবি জোবায়দা বেগম আখি, হাসানুজ্জামান, আব্দুল কুদ্দুস প্রমুখ।
সম্মানিত অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) লেখকের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সিলেটে যে ক’জন প্রকাশক আছেন তাদের মধ্যে অসাধারণ মানবিক মানুষ হিসেবে তিনি অন্যতম। দৃঢ়চিত্তের সৎ, নিষ্ঠাবান, সাহসী মানুষ হিসেবে প্রকাশক ও লেখক বায়েজীদ মাহমুদ ফয়সল আমাদের অহংকার।
প্রিন্সিপাল কবি কালাম আজাদ বলেন, বইটি পড়ে অবশ্যই মুগ্ধ হতে হবে। একজন প্রকাশক হয়ে এত সুন্দর সাহিত্য রচনা করা সম্ভব তা এ বইটি না-পড়ে বোঝা যাবে না। সহজবোধ্য শব্দ ব্যবহার করে অকারণে অপ্রাসঙ্গিক বিষয় এড়িয়ে গিয়ে অল্প কথায় শিলচর ভারতের এত বিশদ বিবরণ দিয়েছেন।
কর্ণেল (অব সৈয়দ আলী আহমদ বলেন, ভাষা ও সংস্কৃতিগত দিক থেকেও সিলেট-শিলচর অভিন্ন, আত্মার আত্মীয়। আত্মীয়তার সুবাদে দু-অঞ্চলের মধ্যে রয়েছে যোগাযোগ এবং যাতায়াত। এমনই এক যাতায়াতকে কেন্দ্র করে রচিত হয়েছে বায়েজীদ মাহমুদ ফয়সলের ভ্রমণকাহিনি শিলচর ভ্রমণের আনন্দ স্মৃতি।
দৈনিক জালালাবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক বলেন, তিনি সব সময় তাঁর লেখায় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি নিয়ে এসেছেন। তথ্য নির্ভর গ্রন্থটি অসাধারণ তথ্য ভাণ্ডার হিসেবে সংরণ করা যায়।
ইন্দো-বাংলা মৈত্রী শিলচর-এর সেক্রেটারি শুভদ্বীপ দত্ত মলয় বলেন, লেখক তার লেখনীতে শিলচরের অতীত বর্তমানকে সুন্দর ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন যা পাঠককে চমৎকৃত করে। যাকে একটি অসাধারণ ভ্রমণ সাহিত্য হিসেবে উল্লেখ করা যায়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সম্পাদক চৌধুরী হারূন আকবর এবং পাণ্ডুলিপি প্রকাশন-এর প থেকে ফুল দিয়ে বরণ করেন কবি তোফায়েল কামাল। প্রেস বিজ্ঞপ্তি।
(সাথে ছবি এ্যাটাচ করে দেয়া হলো) ক্যাপশন: সিলেট লেখক ফোরাম আয়োজিত লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল’র শিলচর ভ্রমণের আনন্দ স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন ভারতের আসাম রাজ্যের দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরীসহ অতিথিবৃন্দ।
সিলেট লেখক ফোরাম’র গ্রন্থ প্রকাশনা ও মতবিনিময় সভা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন