আবেগ হল, পছন্দের মানুষটিকে একপলক না দেখে থাকতে না পারা।
ভালোবাসা হল, পবিত্র ভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা।
.
আবেগ হল, ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা।
ভালোবাসা হল, ফোনে কথা বলে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার ঠিক করা।
.
আবেগ হল, তোমাকে না পেলে আমি বাঁচবোনা।
ভালোবাসা হল, সত্যিকারের ভালোবাসার মানুষটির জন্য নিজেকে জীবিত রাখা।
.
আবেগ হল, ঘরের কোণায় নিশ্চুপে কেঁদে কিংবা নিকোটিনের ধোঁয়ায় নিজেকে তিল তিল করে শেষ করে দেয়া।
ভালোবাসা হল, বাস্তবতাকে মেনে নিয়ে নতুন করে সবকিছু শুরু করা।
.
আবেগ হল, ঘন ঘন সন্দেহ করে সবসময় একটা বাড়তি টেনশনের মধ্যে থাকা।
ভালোবাসা হল, পবিত্র মনে একে-অপরকে বিশ্বাস করা।
.
আবেগ হল, হিতাহিত জ্ঞানশুন্য হয়ে উল্টাপাল্টা কাজ করে ফেলা।
ভালোবাসা হল, প্রতিটি সিদ্ধান্ত ভেবচিন্তে নেয়া, বড়দের মতামত নিয়ে কাজ করা।
.
আবেগ হল, সবসময় ভুল করে, ভুল মানুষকে ভালোবেসে ফেলা।
ভালোবাসা হল, সত্যিকারের ভালোবাসার মানুষটির জন্য পবিত্র মনে অপেক্ষা করা।
.
✔বন্ধুরা, আজ চারদিকে এত ব্রেকআপ, সুইসাইড, অনেক মেয়ে সতীত্ব হারাচ্ছে শুধুমাত্র আবেগের বশে সিদ্ধান্ত নেয়ার কারণে। আজ চারদিকে এত হাহাকার শুধুমাত্র ভুল মানুষকে অন্ধভাবে ভালোবেসে ফেলার কারণে। কাউকে দেখে ভালোলাগা/ভালোবাসা দোষের কিছু না, দোষ হয় তখন, যখন অন্ধভাবে ভালোবেসে আবেগের বশবর্তী হয়ে উল্টাপাল্টা কাজ করা হয়।
বন্ধুরা আবেগ দ্বারা নয়, বিবেগ দ্বারা সিদ্ধান্ত নিতে শিখো, নিজেকে কন্ট্রোল করতে শিখো। আর একটি কথা, নিজের মহামূল্যবান ভালোবাসাকে নিজের কাছেই আগেল রাখো, সেখান থেকে একটু একটু করে প্রিয় মানুষটিকে ভালোবাসা দাও, তাহলে ভালোবাসা ধীরে ধীরে খাঁটি হবে, ভালোবাসার মানুষটিও তোমার সেই ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, আর তুমিও কষ্ট পাবেনা।
================================
ツ লিখাঃ Nahid Hossain NHDツ [
BSPI Polytechnic 47 ET ]
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:২৬