বিচিত্র এই পৃথিবীতে অনেক বিচিত্র ধরণের মানুষ আছে। একেকটা মানুষের মন-মানসিকতা একেক রকম। পছন্দ, অভ্যাস, চাল-চলন, বৈশিষ্ট্যে সবাই একে অপরের থেকে আলাদা।
.
চলার পথে অনেক ধরণের মানুষের সাথে আপনার পরিচয় হবে। তাদের মধ্যে কেউ ভালো, কেউ খারাপ, কেউবা আপনার লাইফে এসে আপনাকে বদলে দিতে চাইবে, আর কেউ অযথাই তিরষ্কার মূলক মন্তব্য করবে। একটা পরিচিত ঘটনা বলি,
.
এক লোক তার ছেলেকে সাথে নিয়ে হাট থেকে ফিরছিলেন, সাথে আছে তাদের গাধা। কিছুদূর যাওয়ার পর একদল লোক বলল, "দেখো, দেখো কেমন বোকা, সাথে গাধা থাকতে কিনা কষ্ট করে হেঁটে যাচ্ছে।" বলেই লোকগুলো অট্টহাসিতে মেতে উঠলো।
অতঃপর লোকটি তার ছেলেকে গাধায় চড়িয়ে হাঁটতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর আরেকদল লোক বলল, "দেখো, কি বেয়াদপ ছেলে, নিজে আরাম করে গাধায় চড়ে যাচ্ছে আর বুড়ো বাবা কষ্ট করে হেঁটে যাচ্ছে।"
একথা শোনার পর ছেলেটি নেমে গিয়ে তার বাবাকে গাধায় উঠালো।
তারপর কিছুদূর যাওয়ার পর একজন বলল, "দেখো, কেমন নির্দয় বাবা। নিজে আরাম করছে আর ছেলেটা কষ্ট করে হাঁটছে।"
অতঃপর বাপ-বেটা দুজনেই গাধায় চড়ে বসলো। আর এটা দেখে আরেকদল লোক হায় হায় করে বলে উঠলো, "হায়রে মানুষ কত দয়ামায়াহীন, একসাথে দুজন আরাম করে বেজবান প্রাণীটার উপর চেপে বসেছে।"
.
এই হল আমাদের চারপাশের মানুষের কাজ। এরা আর কিছু করতে পারুক বা না পারুক তবে চুলকানি মূলক মন্তব্য ঠিকমত করতে পারে। এদের কথা শুনে কাজ করাটা হল চরম বোকামি। একটা কথা মনে রাখবেন ভিন্ন মানুষের রুচিবোধও ভিন্ন, আপনি সবার মন রক্ষা করে চলতে পারবেন না। কিছু মানুষ আপনার জীবনে এসে কষ্ট দিবে, কিছু মানুষ অনুৎসাহিত করবে, কিছু মানুষ হবে সুইসাইড করার কারণ। তাদের কথা শুনে বা মনে রেখে কাজ করাটা হল বোকামি, আমি আবার বলছি অনেক বড় ধরনের বোকামি।
.
লোকের কথায় নিজেকে বদলে ফেলার অর্থ হচ্ছে, নিজের স্বত্বা আর ব্যক্তিস্বাধীনতাকে বিক্রি করে দেয়া। পিছনের লোকের কথায় কান দিলে জীবনে উন্নতি করতে পারবেন না, ঐ লোকগুলো হল বিকৃত মস্তিষ্কের খারাপ মানুষ। আর খারাপ মানুষ নবীজীদের আমলে ছিল, এখনো আছে, আর থাকবে কিয়ামতের আগ পর্যন্ত।
মনে রাখবেন, আপনি যেমন আছেন, যেভাবে আছেন, যে অবস্থাতেই আছেন, একদম পারফেক্ট আছেন। আর সেভাবে থেকেই নিজের উপর প্রচুর আত্মবিশ্বাস রেখে লক্ষ্য ঠিক করে এগিয়ে যান, আপনি সফল হবেন শিউর।
লিখা: Nahid Hossain Nhd
BSPI ৪৭, ET