গিফটটি কাপ্তাইয়ের আমার লাইফের প্রথম ছাত্রীর দেয়া। ওর সম্পর্কে কিছু বলি।
......
আমার স্টুডেন্ট, ক্লাস টুতে পড়ে। পিচ্চি হলেও ভীষণ দুষ্টু আর ফাজিল। পড়াতে বসলেই হাজার হাজার টপিক বের করে কথা বলার জন্য। ১ সেকেন্ড কথা না বলে থাকতে পারেনা, পড়াতে বসলেই শুরু হয়,
-স্যার, আজকে পড়বো না।
-কেন? :o
-পড়তে ইচ্ছে করছে না।
-তোমার তো প্রতিদিন একই কথা।
-স্যার স্যার, এই হাত জোর করে বলছি, আজকে আর পড়বোনা। আমাকে মাফ করেন প্লিজ।
-অর্পিতা অনেক হয়েছে, এখন পড়ো।
-স্যার, আপনি আম্মুর মত, খালি পড়তে বলেন। -_-
-হুম, পড়ো।
-আপনি একটা খাটাশ, শয়তান, পাজি।
-হয়েছে কথা শেষ? এখন পড়ো। >_<
.
এভাবে কথায় না পারলে আমাকে কখনো পেন্সিল দিয়ে গুতা মারে, কিংবা খাতা দিয়ে বাড়ি মারে, আর দাঁত বের করে হাসে। পিচ্চিটাকে ধমক দিলেও কাজ হয়না, শুধু হাসে আর ঠোঁট,মুখ চোখ বাঁকিয়ে ন্যাকামো করে কান্না করতে বলে,
-আপনার সাথে কোন কথা নাই। একদম কথা বলবেন না আমার সাথে।
.
কিছুক্ষণ পর...
.
-স্যার আপনি না দেখতে সিরিয়ালের সেই নায়কটার মত।
এভাবেই ওকে পড়াতে গিয়ে নানারকম প্রশ্ন আর অভিজ্ঞতার সম্মুখীন হতাম। একদিন হঠাৎ এই আঁকা ছবিটি দিয়ে বলে,
-এই নিন এটা আপনার জন্য এঁকেছি, আপনার বার্থডে গিফট।
উপরের গিফটটি কাপ্তাইয়ের আমার লাইফের প্রথম ছাত্রীর দেয়া। ওর সম্পর্কে কিছু বলি।
......
আমার স্টুডেন্ট, ক্লাস টুতে পড়ে। পিচ্চি হলেও ভীষণ দুষ্টু আর ফাজিল। পড়াতে বসলেই হাজার হাজার টপিক বের করে কথা বলার জন্য। ১ সেকেন্ড কথা না বলে থাকতে পারেনা, পড়াতে বসলেই শুরু হয়,
-স্যার, আজকে পড়বো না।
-কেন? :o
-পড়তে ইচ্ছে করছে না।
-তোমার তো প্রতিদিন একই কথা।
-স্যার স্যার, এই হাত জোর করে বলছি, আজকে আর পড়বোনা। আমাকে মাফ করেন প্লিজ।
-অর্পিতা অনেক হয়েছে, এখন পড়ো।
-স্যার, আপনি আম্মুর মত, খালি পড়তে বলেন। -_-
-হুম, পড়ো।
-আপনি একটা খাটাশ, শয়তান, পাজি।
-হয়েছে কথা শেষ? এখন পড়ো। >_<
.
এভাবে কথায় না পারলে আমাকে কখনো পেন্সিল দিয়ে গুতা মারে, কিংবা খাতা দিয়ে বাড়ি মারে, আর দাঁত বের করে হাসে। পিচ্চিটাকে ধমক দিলেও কাজ হয়না, শুধু হাসে আর ঠোঁট,মুখ চোখ বাঁকিয়ে ন্যাকামো করে কান্না করতে বলে,
-আপনার সাথে কোন কথা নাই। একদম কথা বলবেন না আমার সাথে।
.
কিছুক্ষণ পর...
.
-স্যার আপনি না দেখতে সিরিয়ালের সেই নায়কটার মত।
এভাবেই ওকে পড়াতে গিয়ে নানারকম প্রশ্ন আর অভিজ্ঞতার সম্মুখীন হতাম। একদিন হঠাৎ এই আঁকা ছবিটি দিয়ে বলে,
-এই নিন এটা আপনার জন্য এঁকেছি, আপনার বার্থডে গিফট।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪