যখন কাউকে জিজ্ঞেস করি কেমন আছো? তখন অধিকাংশ সময় উত্তর পাই আমি ভালো নেই। “কেন ভালো নেই” তার উত্তর তার অজানা। “আমি ভালো নেই” কথাটি আজকাল খুব সাধারণ হয়ে গেছে। আপনি কি আসলেই ভালো নেই? নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি কেন ভালো নেই, যদি ভালো না থাকার কারণটা খুঁজে পান তাহলে আপনাকে বলছি শুনুন।
আমি যখন রাস্তায় বের হয়, তখন ছিন্নমূল পথশিশুদের দেখে মনে হয় তাদের তুলনায় ভালো আছি আমি।
যখন একটি ভিক্ষুককে ভিক্ষা পাওয়ার আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরতে দেখি তখন মনে হয় ভালো আছি আমি।
যখন রিক্সাচালককে ঘন বর্ষায়, তীব্র রোদ-শীতে রিক্সা চালাতে দেখি তখন মনে হয় ভালো আছি আমি।
যখন কাউকে দুবেলা ভাতের জন্য হাজার সংগ্রাম করতে দেখি তখন মনে হয় ভালো আছি আমি।
যখন সমবয়সী অনেককে অন্ধকার পথে হাঁটতে দেখি তখন মনে হয় তাদের তুলনায় ভালো আছি আমি।
আপনি, আমি, আমরা আসলেই তাদের তুলনায় অনেক ভালো আছি। তবুও অযথা নিজের অবস্থান নিয়ে সৃষ্টিকর্তাকে দোষারোপ করি। কারণ আমরা সবসময় হতাশার চিন্তা করি, না পাওয়ার হিসাব করি, তাই সবসময় হতাশ থাকি। ভালো থাকার সূত্রগুলো আমাদের চারপাশেই বিদ্যমান। একটু ইচ্ছে করলেই এই ব্যস্ততার ভিড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, হাজার প্রশ্নের মাঝে সঠিক উত্তরটি খুঁজে পেতে পারি, সুখ নামক সোনার হরিণের পিঠে নিজেকে আবিষ্কার করতে পারি। ভালো থাকার ইচ্ছে করুন ভালো থাকুন।
লিখাঃ নাহিদ হোসাইন
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬