ASCII Art হচ্ছে অক্ষর দিয়ে টাইপ করার ভঙ্গিতে কোন ছবি বা লেখা ফুটিয়ে তোলা। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ছবিগুলো অক্ষর দিয়ে লিখিত বলে আপনি খুব সহজেই ছবিগুলো যেকোন যায়গায় কপি-পেস্ট করতে পারবেন, যেমন: ফেইসবুক, ব্লগস্পট। কিন্তু দুঃখজনকভাবে সামহোয়্যারের ফরম্যাটিং এর দরুন এগুলো সামহোয়্যারে কপি-পেস্ট করলে ছবিগুলো আর চিনবার উপায় থাকে না।
একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি কয়েকটি ছবি থেকে ASCII Art বানিয়েছি। তার কয়েকটি দিলাম। তবে মনিটরের একদম কাছাকাছি থেকে চোখ রাখলে অধিকাংশ ছবিই বোঝা যাবে না, তাই মনিটর থেকে চোখ একটু দূরে সরিয়ে দেখুন:
মূল ছবি
ASCII Art
মূল ছবি
ASCII Art
মূল ছবি
ASCII Art
মূল ছবি
ASCII Art
মূল ছবি
ASCII Art
একই ভাবে অন্য আরেকটা ওয়েবসাইটে লেখাও তৈরি করা যায়:
নিচে ছবি আর লেখা বানানোর জন্য দু'টা ওয়েবসাইটের ঠিকানা দিলাম। এগুলো বানানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধু কি লেখা চান বা কোন ছবিটাকে ASCII Art এ রূপান্তর করতে চান তা বলে দিলেই হবে:
ছবি বানানোর জন্য: http://www.glassgiant.com/ascii/
লেখা বানানোর জন্য: http://www.network-science.de/ascii/
আরো এমন ওয়েবসাইট পাবেন Google এ গিয়ে ASCII art generator লিখে সার্চ দিলে। আমার মতো আজাইড়া সময় থাকলে এখনই ট্রাই করে দেখতে পারেন।