বছর সাতেক সেই মেয়েটি স্টেশনে রয়
স্টেশনে গেলে সে ছুটে কাছে যায় ।
সেই মেয়েটি ক্ষুধার্থ পেটে -করুন চাহনি চোখে
দুহাত বাড়িয়ে বলে -দাদা ! দাও না কিছু টাকা ।
সারাদিন না খেয়ে রয় - মিছে নয় এ কথা ।
হালকা হেসে মুচকি ভাবে - বলি আমি তারে
এমন করে মিথ্যে ছলে - মনটা কি আর টলে ।
কথা শুনেই সেই মেয়েটি - মাথা নিচু করে
কাঁদো কাঁদো গলায় - আবার নতুন করে বলে ।
দাদা ! দাও কিছু টাকা
সারাদিন না খেয়ে রয় - মিছে নয় গো এ কথা ।
পকেট থেকে কিছু টাকা দিলাম আমি তারে
অমনি মুখে ফুটলো হাসি - করুন চাহনি তলে ।
এক ছুটে সে লাফিয়ে চলে - আবার অন্য কারো ধরে
ছটফটে সেই ছোট্ট মেয়ে-এখন স্টেশনে সে ভিক্ষা করে ।
সেই মেয়েটির দিন চারেক - কোনো খবর নাই
লোকে বলে ঘুরতে গেছে - পয়সা হয়েছে তাই ।
সপ্তা খানেক বাদে ঘন্ধ আসে নাকে
নিথর দেহ সেই মেয়েটির - রেলের কামরায় পড়ে থাকে ।
খাবার লোভে সেই মেয়েটি - গিয়েছিল কামরায়
মানবরূপী পশুর কাছে - তাহার দেহ খাবার মনে হয় ।
নিষ্পাপ কমল দেহ - হয়েছে ছিন্নভিন্ন
মিটলে আয়েশ তারপরেতে মিটেছে তার চিহ্ন ।
বছর সাতেক সেই মেয়েটি আজ স্টেশানেতে নয়
মরা পচা গন্ধ দেহ ছবি হয়ে -খবরের কাগজে পরে রয় .....!
বি :দ্র :- আমরা আর কবে মানুষ হবো....? আমরা আর কবে শিখবো নিজের নয় অন্যের মুখে ফুটাতে হাসি ???
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬