আমি অন্য মেয়ের মতো সাজিনা ।
আমি চুপচাপ বেশি কথা বলি না ।
আমি বেশি - বন্ধু কম তাই ..
বাবা-মার আমায় নিয়ে ভাবনা কম ।
ছাদে আমি পড়ন্ত বিকাল-ভাবনা অসাড়
আকাশে পরাস্ত লাল সূর্য্য, এক ঝাঁক পাখির দল ।
মাঝে মাঝে আমার পায়ের নুপুর
খুঁজে পাই তোকে সারা দুপুর ।
আমার খোঁপা চুল- সেই একটাই ভুল
ভাবি তুই আসবি-গুজবি ফুল ।
আমার আনমনা এ মন ভাবে সারাক্ষণ ,
তুই থাক না - আমার পাশে আর কিছুক্ষণ ।
দিন শেষে রাতে তুই -জাপটে ধরে আমি শুয় ।
ঘুম ভাঙ্গলেই তোর মুখ - সারাদিন একই অসুখ ।
বলতো আমি কেমন মেয়ে -বাসবি ভালো আমায় পেয়ে ?
মেঘ বালিকা কে ধন্যবাদ , উনি না থাকলে এটা লিখা মনে হয়না হয়ে উটতো ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪