আপনারা এই কবিতা টি যদি পারেন আবৃতি করে পাট করবেন । দেখবেন দারুন অনুভতি হবে ।
বাড়ির পাশে ছোট্ট টালির ঘর
আমার অট্টালিকার পর ।
বৃষ্টি এলেই ভিজবে তারা
রোদ এলেই পুঁড়বে
আমার বাড়ি রোদ -বৃষ্টি সব কিছুতেই চলবে ।
পরোনে তাদের নোংরা জামা
প্যান্ট টাও বুঝি ছেঁড়া
আমার জামা রেমন্ডের - দাম টা কি - তা জানা ?
কোথায় বলি গল্প আমি
বুঝবে নাকি কেউ
সবাই যে মূর্খ্য তারা - ইংরাজী বোঝে কেউ ?
খাবার থালায় কম দামী চাল - দেখতে ভারী বাজে
কি করে যে খায় ওরা
দেখলে তুমি মজায় পাবে !
তার পরেও মাঝে মাঝে - ভেদ করে এই অট্টালিকা
ক্যামনে আসে হাসির ছটা
ক্যামনে রয় তাদের সুখের ফোঁটা ।
বি : দ্র :- এখানে আমি 'হাসির ছটা' ব্যবহার করেছি এক গুচ্ছ হাসিকে বোঝাতে এবং 'সুখের ফোঁটা ' ব্যবহার করেছি সব সুখ একসাথে বোঝাতে ।
আজকাল টাকা থাকলেই মানুষ নিজেকে , নিজের অতীত কে ভুলে যায় , তাদের অহংকার পরিনত হয় এক নগ্ন আত্তনাদে... যে আত্তনাদ ভেদাভেদ করতে ভুলে যায় মানুষ আর অমানুষের মধ্যে । যে আত্তনাদ জানে শুধু পরিহাস করতে ,জানে শুধু অন্যের সুখে নিজের দু:খ খুঁজতে ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০