এ বেটি ....!
একটু খেতে দিবি.. -সারাদিনের ভুক্ষা শরীর আর তো চলে না ।
তুই বাড়টি খাবর ফেলেছিস ...
আমার চোখে জল এনে- এমন কেনো চেয়েছিস ?
তোর এই বাঁকা চোখের চাহনীতে আমার ক্ষুধা মেটে না ।
তুই আমার থেকে দুরে থাকিস .....
শুধু কি আমার নোংরা শরীর দেখিস ?
ক্ষুধার জ্বালায় মরতে বসি - তাতো দেখিস না ।
এ বেটি ....!
একটু খেতে দিবি - সারাদিনের ভুক্ষা শরীর আর তো চলে না ।
ছোটো জাত বলে বুঝি ঘৃনা করিস এতো ..।
এ বেটি ...।
ছোটো জাত বলিস কারে .. ?
মূর্খ্য হলে তুই বুঝবি নারে ..!
এ বেটি ....।
সারাদিন রোদ্র তাপে আমি পিপাসায় মরে যাই ...
তুই ঘৃনা ভুলে..... একটু জল নিয়ে আয় ....।
উদ্দেশ্য :- আজ ও আমরা জাত - পাত , কাপড় খারাপ দেখে টিক করি কে উঁচু জাত , কে নীচু জাত । আজও আমরা ঘৃনা করি ওই সব মানুষদের , যারা দুমুটো খায়ার জন্য অন্যের দোয়ারে দোয়ারে ঘুরে বেড়ায় - কখনো রোদ কিংবা কখনো বৃষ্টি মাথায় নিয়ে । হায়রে হতভাগা - হতভাগিনী তোদের কপালে এর পরে জোটে - ঘৃনা , লাঞ্ছনা - কটুকথা । এতো যুগ পেরিয়েও এইসব দেখে আমার মনে প্রশ্ন জাগে ... আমরা কি মানুষ ? আমরা কি শিক্ষিত ?
জানি না কার মনে কি আছে - তবে এটুকু বলতে চাই - যদি এমন মানুষ তোমার দোয়ারে আসে ... কিছু দিতে পারো আর নাইবা পারো - তাদের সাথে একটু হেসে নরম সুরে কথা বলো। হইতো তাতে তাদের ক্ষুধা মিটবে না তবে .... তুমি দেখো ভুক্ষা পেটে ফুটবে তাদের মুখে হাসি ।
অন্যদের কে না বলে আসো আগে আমরা নিজেরাই নিজেদের কে পরিবর্তন করি ।
ধন্যবাদ আপনাদের সবাই কে আমার লেখা পরে আমার পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮