মাগো দাওনা কিনে নতুন জামা ....
ওদের সাথে ঘুরতে যাবো .....
কেনো আমায় তুমি করছো মানা ?
খিয়ালী-পিয়ালীদের লাল-সবুজ কত জামা ..
মাগো ! দাওনা আমায় কিনে - নতুন একটি জামা !
আগের পুঁজোয় বলেছিলে কিনে দেবে - এ পুজোতে ..
তবে এবারও কেনো - তুমি করছো আমায় মানা ?
আমার পুজো এমন কেনো ?
অষ্টমীতে না পেট ভরে খাওয়া হলো ।
মাগো ! নবমীতে কিনবে কি ...
একটু মাংস,দই,মিষ্টি - ছানা ?
................।মাগো ! দেবে আমায় কিনে নতুন একটি জামা ।
উদ্দেশ্য:- আমাদের চারিপাশে এখনো এমন অনেক মানুষ আছে যাদের সত্যি পুজো গুলো এমন সাদা-কালো রং বিহীন । জানি সাদা-কালো রং বটে তবুও সে জীবন অনেক কষ্টের । আমাদের চোখের সামনে যদি এমন কেউ পরে আমরা তাদের কে একটু সাহার্য্য করবো । জানি সেই অর্থে তারা একটি নতুন জামা কিনতে পারবে না , কিন্তু একদিন একবেলা একটু ভালো , যা তাদের মন চাই -তা পেট ভরে খেতে পারবে । এটাই তো আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া , তাই নই কি ? আপনার মতামতটি আমাকে অবশ্যয় জানাবেন । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০২