ঘোলাটেঁ গোলাপজলে পা ভিজিঁয়ে ছিলে তুমি,
কালোমেঘের কালোবনে নিষ্ঠুর সুরে জড়িঁয়ে আমি;
একাকিত্বের মাঝে ডেকেই চলছি-
আজ কোথায় গেলে তুমি..............?
তৃষ্ণার্ত গম্ভীর প্রকৃতির সহায়ক ছিলে তুমি,
সর্পজাত ঘুরেফিরে চারিদিক মাঝখানে আমি;
ভয়ার্ত অসহায় দু'নয়নে চেয়েই আছি-
কোথায় গেলে তুমি..............?
কালো বিলীন হয়ে সাদা হতে চললো তবুও নেই তুমি,
ভোরের কুয়াশায় ভিজে কঙ্কালসার তোমার স্পর্শ ছাড়া আমি;
এখনো অপেক্ষার প্রহর গুনেই যাচ্ছি-
কোথায় গেলে তুমি..............?
মনে পরেছে আজ সেই ছোট্ট বেলায় তুমি,
কাশঁফুলের জন্যে বায়না ধরতে কবে এনে দিবো আমি;
আজ প্রচন্ড ভীরুমন নিয়ে কাশঁফুলের মাঝে দাড়িঁয়ে আছি-
কোথায় গেলে তুমি..............?
চারিদিকে আজ সবুজের ঐশ্বর্য ঘিরে আছে নেই শুধু তুমি,
নিরাশার জীবনে তোমার পরশহীন আরো একেলা রূপে আমি;
চোখ বুজেঁ কেদেঁ কেদেঁ অস্থির হয়ে আছি-
আজ কোথায় গেলে তুমি..............?