আমি কিন্তু সত্যি বলছি,
আমি হাসতে আসিনি, তবুও তোমাদের হাসিয়েই যাবো.....
আমি কিছু পেতেও আসি নি, তাই কথাদিলাম শেষমেশ সবই দিয়েও অজানাই রয়ে যাবো.....!
আমি নুনের ব্যাপারী নই, তবু তোমাদের মনে পরিমানমত নুন দিয়ে দিবো;
আমি কোন সৌন্দর্যের প্রতীক নই, তবুও সৌন্দর্য দিয়ে জীবন রাঙ্গিয়ে দিবো;
আমার নিয়ন্ত্রনে কোন সুখের পরশ নেই, তবুও সুখের মন্ত্র আমিই শিখিয়ে দিবো.......।
আমি কিন্তু সত্যি বলছি.....................
আমি কোন সবুজের সমারোহ নই, তবুও পদ জমিনে সবুজ বিলিয়ে দিবো;
আমি কোন বৈশাখ নই, তবু বৈশাখের আমেজ দেখে নিও আমিই ছড়াঁবো;
আমার কোন সিংহাসনওয়ালা রাজ্য নেই, তবুও ভালোবাসার শাসনের শাসক হবো......।
আমি কিন্তু সত্যি বলছি....................
আমি কোন ইতিহাসের সাক্ষী নই, তবুও তোমাদের ইতিহাসের লাগাম আগলে রবো;
আমি কোন কারুশিল্পী নই, তবুও তোমাদের স্বপ্নের নগর আমিই গড়েঁ দিবো;
আমার কাছে কোন জলের উৎস নেই, তবুও তোমাদের তৃর্ষ্ণা নিবাড়ঁনে জলাধার আমিই হয়ে যাবো.....।
আমি কিন্তু সত্যি বলছি.....................
আমি কখনো কোন কর্মে হীতু রইনি, তবুও তোমাদের সকল সৎকর্মে সহকর্মী হয়ে যাবো;
আমি কখনো ফুলের সৌরভের মায়ায় থাকিনি, তবুও তোমাদের হৃদয়ের ফুলের মালি হয়ে রবো;
আমার কন্ঠস্বরে কোন নবধ্বনির প্রকাশনা নেই, তবুও তোমাদের সকল কন্ঠে ধ্বনিত হবো......।
আমি কিন্তু সত্যি বলছি,
আমি হাসতে আসিনি, তবুও তোমাদের হাসিয়েই যাবো....
আমি কিছু পেতেও আসি নি, তাই কথাদিলাম শেষমেশ সবই দিয়েও অজানাই রয়ে যাবো.....!