প্রভুর দুয়াঁরে মাথানত সেদিনও করেছিলাম, সেদিনও মনটা আমার ভারাক্রান্ত ছিল। সেদিনও তুমি চোখে জল নিয়ে আমার সামনে দাড়িঁয়েছিলে।
আমি কিছুই বলতে পারছিলাম না..............।
কিছু বলার মত কথা যে স্থির হয়ে তৈরিই করতে পারছিলাম না মন থেকে ! তুমি নিশ্চিতভাবে আমাকে ছেড়েঁ চলে যেতে চাও, সেই বার্তা দিতে এসেছো আমার কাছে আর আমি তা শুনে কিভাবে মন স্থির রাখতে পারি, বলো ??????
সবকিছুই তখন কেমন জানি মলীন লাগছিল......।
তুমি একেবারে চলে যেতে এসেছো আমাকে ছেড়েঁ আর আমি দাড়িঁয়ে দাড়িঁয়ে ভাবছি, কি করবো পরের নীথর একা মুহূর্তগুলোতে ? কিভাবে নিজেই নিজেকে বোকা বানিয়ে সময়ের সাথে প্রতিযোগিতা দিয়ে কথাগুলো বুঝিয়ে রাখবো ? দেহের ভিতরের মনটা যে এখনো রোবট হয়ে যায় নাইরে পাগলী আমার...........!!!
খুব তাড়াতাড়ি বোধদয় সন্ধ্যে হয়ে আসছিলো সেদিন,
তোমারও যাবার সময় হলো................................।
আর পারলাম না চুপ করে থাকতে, তোমার হাতটি ধরে লুটিঁয়ে পড়ে ফেরত চাইলাম তোমাকে, আর তুমি তখন আমার কোলে লুটিঁয়ে পড়ে আমাকেই মুক্তি দিয়ে গেলে....!!
চিৎকার করে কেঁদেছি, হাউ মাউ করে কেদেঁ কেদেঁ তোমাকে ডেকেছি, কতবার যে মাফ চেয়েছি তোমার নীথর মুখপানে চেয়ে......আমার কোন কথাই আর সেদিন শোননি আর আমাকেও কিছু শোনাওনি !
চোখের জল হাতের তালু দিয়ে মুছতে মুছতে তোমার নীথর মুখপানে চেয়ে থেকেছি। তুমি সেদিন আর নিশ্বাসও নিলে না, আমায় সুযোগও দিলে না.........!
প্রচন্ড ভালোবেসেছিরে পাগলীটা আমার.........................
আমি জানি, আমায় ছেড়ে তুমি মন থেকে কখনোই যেতে চাওনি, তবে আজ আমায় এমন ভাবে কেন কাদঁতে বাধ্য করলে তুমি ?????
কোথায় তুমি আজ ? আমার থেকে না হয় ক্ষানিকটা দেহের দূরত্বেই থাকতে কিন্তু মনের কাছেই তো থাকতে......।