ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকদের উপর হামলা করেছে । সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে তিন ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত তিনজন ছাত্রলীগকর্মী বলে সাংবাদিকরা বলছেন।
তিন ছাত্রকে এক বছরের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন তাদের স্খায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে ওই তাদের নোটিশও দেয়া হয়েছে।
রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দেন্স (টিএসসি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে ছয় সাংবাদিক হামলার শিকার হন।
ওই অভিযোগে সোমবার তিনজনকে বহিষ্কার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান জানিয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- শান্তি ও সংঘর্ষ বিভাগের ২য় বর্ষের সোহেল, অর্থনীতি বিভাগের রনি এবং লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ছাত্র মহিদুল ইসলাম মাহি।
এগুলো এ দেশের সোনার ছেলেদের কাজ ! মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এদের ব্যাপারে সুপারিশ করছি ! তারা য়েন ইভটিজিংয়ের সেঞ্চুরী পালন করতে পারে এ ব্যাপারে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হউক !