ভালোবাসা খুঁজে ব্যর্থ মনোরথ,
ফিরিয়ে নাও চোখ; সেই চোখ থেকে,
দেখ- হাজার কাতর চোখ;
চেয়ে আছে তোমার দিকে।
একটু ভালোবাসা, একটু স্নেহের পরশ
বাঁচিয়ে দিতে পারে কেমন; ওদের জীবন!
দু'মুঠো খাবার দিলে, হেসে ওঠে অপসৃয়মান সুখ।
দীর্ঘ বিষাদ কেড়েছে যাদের প্রত্যাশা, আলোক
শুন্যতায় ভরসা যাদের শুন্যেই, সেই সব প্রার্থীদের হাত
তসবিহ কিংবা জপমালা না গুনে, আঙ্গুলে গুনে রাত,
কত- আধুলী সিকি আনা মিলালে; জুটবে এক বেলার ভাত,
বেচে যায় যদি তার থেকে কিছু, কেনা যাবে পথ্য;
কাপড়, অনুষংগ।
তোমার প্রেমে জেগে উঠতে পারে যে কোন অসাড় পাড়া
নিভু নিভু গ্রামে; অজেয় প্রাণে দিয়ে যেতে সাড়া।
কয়েকটি জেলায় প্রদোষের শেষে; জেগে ওঠে তোমার দানের রোদ,
হাড় কাঁপানো শীতের যাতনা ঘুচিয়ে; দিতে পারে প্রেম; নরম আদরের ওম,
যে সময়, মন, শ্রম, অর্থ দিচ্ছ ঢেলে; নাটকীয় ভালবাসার আদলে,
হতাশা একরাশ নেমে আসে যখন; মনো-দৈহিক অপচয়ের ফলে
দিন শেষে আসে-না শান্তির ঘুম।
কি হবে দারুন প্রেমিক হলে, এক মিলনেই বাসনার ইতি হলে?
কি-ই-বা মর্ম মেলে; বিশ্ব-কবির খেতাব পেলে?
একবার তাকিয়ে দেখ তো! তাদের চোখের তারায়,
তোমার কৃতিত্ব কেমন; হেসে ওঠে; প্রহসনের ছায়ায়!
না হয় আরেকবার ফিরে গেলে-সেই চোখ, সেই মুখ, সেই হাসি
হাসছে নদীর মত যার চোখে, সমুদ্র উজানে উচ্ছলতার সুখে
প্লাবনে প্লাবনে উজানে উজানে ছড়িয়ে যাচ্ছ তুমি...
মহান দানে; ভালোবাসার গানে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২