১। আজ থেকে কয়েক বছর আগেও দেখছি চার পাঁচ বা দশ বছর পরপর একটি করে বড় ধরনের বন্যা হত,আর প্রতি বছরই ছোট বড় বন্যা হচ্ছেই ।প্রতিটি মুহুর্ত যেন পৃথিবী বদলে যাচ্ছে ।
২। আগে দেশে তেমন ঝড় তুফান আর আয়লা শায়লা কহিনুর রোহানুদের দেখা যেত না এখন প্রায়শই বলতে বছরে দুই থেকে তিনবার বিভিন্ন ধরনের ঝড়তুফান সাইকোল্নের দেখা মিলছে,আর এই ঝড়তুফান বা সাইক্লোন সাগরের লঘুচাপ থেকে সৃষ্টি হয় । অর্থাৎ ঝড়তুফান সাইক্লোন যাই হোক প্রথমে কিন্ত সাগর থেকেই শুরু হয় ।
৩। বাংলাদেশের সুন্দরবনের সাথেই বঙ্গপো সাগর রয়েছে ।
৪্। যখন বঙ্গপোসাগর থেকে কোন সাইক্লোন বা ঘূর্ণিঝড় শুরু হয় তখন সে ঘূর্ণিঝড়ের সামনে বাঁধা হয়ে কে দাড়ায় ? উত্তর সর্ব প্রথম ওই সব হিঁংস্র ঘর্ণিঝড়ে থাবা থেকে আমাদের বাঁচানোর জন্য সর্ব প্রথম ঝড়ের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় সুন্দর বনের সুন্দরিরা ।
আমাদের নিশ্চয়ই মনে আছে ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার কথা ? আইলা ছিল উত্তর ভারত মহাসাগরে জন্ম নেয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি জন্ম নেয় ২১ মে তারিখে ভারতের কলকাতা থেকে ৯৫০ কিলোমিটার বা ৫৯০ মাইল দক্ষিণে। আর ঘুর্ণিঝড়টি আঘাত হানে ২৫ মে তারিখে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ-পূর্বাংশে। আর সে ঘূর্ণিঝড় আইলায় বাংলাদেশের পটুয়াখালি, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, খুলনা এবং সাতক্ষীরা জেলা সহ দেশের দক্ষিন অঞ্চলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।তার পরেও সাধারণ মানুষের মতে ঝড়ের তুলনায় বা সিডরের তুলনায় চার ভাগের দু ভাগ ক্ষতি হয়েছে । আর এ কারন হিসেবে সুন্দর বনকে বিবেচিত করা হয় । কেননা সুন্দর বনের সুন্দরী, কেউরা আরো যে সকল গাছ আছে তারা কিন্ত আইলার সামনে বেশ বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিল,যে কারনে ক্ষয়ক্ষতির পরিমান একটু কম হয়েছিল ।
এবার আমাদের ভেবে দেখা উচিৎ যে সুন্দরবন আমাদের ক্ষতি করছে না উপকার করছে ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫