বাংলা ব্লগ হোক কিংবা ইংরেজি ওয়েবসাইট, বিভিন্ন পোস্ট আমাদের ভীষণ কাজে লাগে এবং অনেকেই সেই পোস্ট html করে সেভ করে রাখেন পিসিতে অথবা pdf তৈরি করে নেন। কিন্তু সমস্যা হল, সাধারণভাবে html এ সেভ করে রাখলে আপনার কিলোবাইট খরচ হবে অর্থাৎ যারা লিমিটেড ইন্টার্নেট ব্যবহার করেন তাদের ডাউনলোডে ইন্টারনেট কিছুটা হলেও খরচ হয়।
কিন্তু যাঁরা পিডিএফ প্রিন্টার ব্যবহার করে সুকৌশলে পোস্ট পিডিএফ করে রাখেন তাঁদের নেট খরচ হয় না ঠিকই কিন্তু অনেক অপ্রয়োজনীয় অংশ চলে আসে, যা বেশ বিরক্তিকর। আবার অনেকে আছেন যাঁরা ওয়েবসাইট থেকে লেখা কপি করে ওয়ার্ড প্রসেসরে আনেন। এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং কপি পেস্ট করাও ঝামেলার কাজ। তবে সেই চিন্তাভাবনার দিন আপাতত শেষ।
আমি আপনাদের (বিশেষত সামুর ব্লগার এবং ভিসিটরদের) জন্য এমন এক উপায় এনেছি যার মাধ্যমে সহজেই অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে এবং নেট খরচ না করেই আপনার পছন্দের পোস্টটি পিডিএফ আকারে রাখতে পারবেন লেখার আকার বৃদ্ধি করে। সামুর অনেক পোস্টই আছে যেগুলো বেশ জ্ঞানগর্ভ এবং শিক্ষণীয়। অনেকেই হয়ত শোকেজ এ রাখেন কিন্তু নেট না থাকার কারণে বিশেষ অবস্থায় আর সেটা নাও পড়তে পারেন। আমি আশা রাখছি এই পদ্ধতি আপনাদের এসব সমস্যা সমাধান করতে পারবে। ভূমিকাটা বিরক্তিকর হতে পারে তাই আর না এগিয়ে সোজা আজকের বিষয়বস্তুতে চলে যাচ্ছি।
আমি এই পোস্টটিকে মোট তিনটি ভাগে বিভক্ত করেছি:
♦ ১। সাধারণ নিয়ম
♦ ২। পিডিএফ প্রিন্টার ইন্সটল (যদি না থাকে তাহলে এটা ইন্সটল করে নিবেন)
♦ ৩। প্রিন্টফ্রেন্ডলিকে বুকমার্কলেটে পরিণত করে সহজেই যেকোন পোস্টকে পিডিএফে রূপান্তরকরণ
◘ সাধারণ নিয়ম:
■ যে পোস্টটি pdf করতে চান সেই পোস্টে যান, লিঙ্কটি কপি করুন:
■ এবার এই সাইটে যান , লিঙ্কটি পেস্ট করুন:
■ Print Preview বাটনে ক্লিক করুন:
■ কিছুটা সময় অপেক্ষা করুন:
■ দেখুন আপনার পোস্টের পিডিএফ এর প্রিভিউ দেখাচ্ছে:
■ মাঝেমধ্যে পোস্টে আজাইরা অংশবিশেষ অথবা বিজ্ঞাপন থাকতে পারে, পিডিএফে এগুলা নেওয়ার কোন মানে নেই, আপনার মাউজের লেফট বাটন চাপ দিয়ে যেকোন অংশ মুছে দিতে পারেন নিমেষেই:
■ মুছতে গিয়ে যদি প্রয়োজনীয় অংশ বাদ পড়ে যায় তাহলে কী করবেন? কিছুই না খালি উপ্রের প্যানেলের Undo বাটনে ক্লিকান:
■ আপনি চোখে ভাল দেখতে পান না? কী হয়েছে? ফন্টের সাইজ বাড়িয়ে নিন:
■ কাটাকুটি, টেক্সট সাইজ ইত্যাদি ঠিক ঠাক হলে pdf ফাইল বানানোর জন্য Print বাটনে ক্লিকান:
■ প্রিন্টার থেকে একটা pdf Printer নির্বাচন করুন (না থাকলে এই পোস্টের একটু নিচে গেলেই পাবেন), তারপর OK বাটনে ক্লিক করুন:
■ PDF বানানোর জন্য কিছুটা সময় দিন:
■ এবার নতুন উইন্ডো এলে ফাইল নেম পছন্দমত দিন ও Save বাটনে ক্লিক করুন:
■ এইবার দেখুন আপনার কাঙ্ক্ষিত pdf ফাইলটি, দেখতে ভালই, কী বলেন?:
(যাদের PDF Printing Software নাই তাঁরা এই অংশ দেখুন, লিনাক্স ইউজারদের বিল্ট-ইন Pdf printer দেওয়া থাকে)
◘Pdf প্রিন্টিং সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটলেশন:
নানা ধরণের Pdf printing সফটওয়্যার গুগল মামুকে জিজ্ঞাসা করলে এমনিতেই পাইবেন, তবে আমার সবচেয়ে পছন্দের Pdf printing সফটওয়্যার হল Bullzip Pdf printer। কারণ, ফ্রি এডিশন হলেও এতে চরম সব ফিচার্স আছে, হাই কোয়ালিটি pdf ফাইল বানাতেও এর জুড়ি নাই।
■ থাক ঔপথে আপাতত না যাই, আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে।
■ ডাউনলোড শেষে যে zip ফাইলটি পাবেন সেটাকে এক্সট্র্যাক্ট করুন:
■ যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাহলে এর উপ্রে রাইট ক্লিক করে Run as administrator বাটনে ক্লিকান (বিজ্ঞাপন: যারা Run as administrator থেকে চিরমুক্তি পেতে চান তাঁরা এই পোস্টটি অবশ্যই দেখবেন)View this link :
■ নতুন ছোট্ট উইন্ডো ওপেন হবে, OK বাটনে চাপুন:
■ নেক্সট বাটনে ক্লিকান:
■ I accept the agreement এ টিক দিন ও Next বাটনে ক্লিক করুন:
■ এই সফটওয়্যারটির শর্টকাট কোন কাজেই লাগবে না, তাই টিক উঠিয়ে দিয়ে Next বাটনে ক্লিক করুন:
■ কিচ্ছু করবেন না শুধু Next বাটনে চাপেন:
■ Installবাটনে ক্লিক করুন:
■ ইনস্টল হচ্ছে:
■ Ghostscript নামাচ্ছে তাই ওকে এটা নির্বিঘ্নে নামাতে দিন (৯ মেগাবাইট):
■ ওগো ওয়েবসাইটে গিয়া লাভ কী? টিক উঠিয়ে Finish বাটনে ক্লিক করুন:
এই ১৪ মেগাবাইট ডাউনলোড আপনার অনেক ব্যান্ডউইডথ বাঁচাবে তাই যাদের pdf printer সফটওয়্যার নাই এবং কিপ্টামি করে এইটা নামান নাই তাঁরা নিশ্চিৎ পস্তাইবেন!
◘ যেকোন পোস্টকে Print Friendly দিয়ে সাইজ করে pdf বানানোর সহজ নিয়ম:
অনেকেই বলতে পারেন, এইটা আমি শুরুতে দিলাম না কেন? আসলে কখন কোন জিনিসটা কাজে লাগবে সেটা যেমন আপনিও জানেন না তেমনি আমিও জানিনা। এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে Pdf printer পাইবেন না অথবা বুকমার্কলেট করার সময় সুযোগ পাবেন না। সেকারণেই প্রথমে ভেজাইল্ল্যা পদ্ধতি এবং পরে সহজ পদ্ধতি।
■ আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেটা ওপেন করুন এবং উপ্রের দিকে রাইট ক্লিক করে Bookmarks Toolbar এ ক্লিক করেন (ক্রোমেও একই সিস্টেম):
■ আবারও এখানে যান এবং দেখবেন একটু নিচের দিকে “Print Friendly” নামের একটা বাটন আছে, ঔটার কান ধরে টেনে নিয়ে এসে আপনার ঔ Bookmark toolbar এর উপ্রে ছেড়ে দিন:
■ এখন আর কিছুই করা লাগবে না, যে পোস্টটা pdf করতে চান সেখানে থাকা অবস্থায় Print Friendly নামক ঔ বাটনটাতে ক্লিকাবেন; তাহলেই হবে:
■ এবার আসেন ইট্টু কাটাকুটি খেলি, প্রয়োজন হইলে লেখকের নাম, বিজ্ঞাপন ও অপ্রয়োজনীয় অংশ মুছে দিন:
■ ঠিক প্রথমে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই pdf printer চয়েস করে OK বাটনে ক্লিক করুন:
■ নাম দিন, তারপর Save বাটনে ক্লিক করুন:
■ এবার দেখুন মূল লেখা আর আপনার Print Friendly দিয়ে বানানো pdf এর মধ্যে তফাৎ কতখানি?
ডিসক্লেইমার:
এই পোস্ট করার জন্য printfriendly.com থেকে কোন আর্থিক লভ্যাংশ দেওয়া হয় নি, আমার কাছে সাইটটাকে বেশ কাজের মনে হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এমন আরও কিছু সাইট আছে যেমন: printliminator.com এবং printwhatyoulike.com, তবে সাইটগুলো ব্যবহার করা বেশ ঝামেলার।
আমার এই পোস্ট পূর্বে কোথাও প্রকাশিত হয় নি। এই প্লাটফর্মেই সর্বপ্রথম প্রকাশিত।
সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। কোন এক পোস্টে আবার দেখা হবে। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
মুখবই তে ফ্রেন্ড হিসেবে রিকু পাঠাতে পারেন যেকোন প্রয়োজনে।
আমার সকল পোস্টের তালিকা।
কৃতজ্ঞতা স্বীকার:
দিহান (যার পোস্ট উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে) [হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে পোস্টটির লিঙ্ক]